বাংলা নিউজ > টেকটক > Brezza 2022: নতুন লুকে ফিদা সবাই! দামেও বাজিমাত মারুতির

Brezza 2022: নতুন লুকে ফিদা সবাই! দামেও বাজিমাত মারুতির

ছবি: মারুতি সুজুকি (Maruti Suzuki)

নতুন ব্রেজা ২০২২-এ ডিজাইন এলিমেন্টে নজর দিয়েছে মারুতি সুজুকি। থাকছে আপডেটেড ইঞ্জিনও। এক নজরে দেখে নিন নতুন ব্রেজার দাম, ফিচার্স। 

ভারতে নতুন Brezza 2022 লঞ্চ করেছে মারুতি সুজুকি। দাম ৮ লক্ষ টাকা থেকে ১৩.৯৬ লক্ষ টাকা (এক্স-শোরুম দিল্লি)।

ডিজাইন

নতুন ব্রেজা ২০২২-এ ডিজাইন এলিমেন্টে নজর দিয়েছে মারুতি সুজুকি। আগের পুরনো স্টাইলের হেললাইট সরিয়ে দিয়েছে মারুতি। তার বদলে আধুনিক টুইন এলইডি প্রজেক্টর হেডলাইট, নতুন ডিজাইনের বাম্পার, নতুন অ্যালয় হুইলস, আধুনিক এলইডি টেইল লাইট এবং আরও স্টাইলিশ বডি ক্ল্যাডিং দেওয়া হয়েছে। এবার যেন সত্যিই আপার সেগমেন্টের প্রিমিয়াম গাড়ি লাগছে ব্রেজাকে। গাড়ির নির্দিষ্ট কিছু অ্যাঙ্গেল থেকে স্টান্সের মধ্যে রেঞ্জ রোভার ইভোকের ছায়া লক্ষণীয়।

ডিজাইন এলিমেন্ট

  • অ্যালয় হুইলস
  • ডুয়াল-হ্যালোজেন হেডল্যাম্প
  • রুফে স্পয়লার
  • এলইডি রিয়ার কম্বিনেশন ল্যাম্প
  • শার্ক ফিন অ্যান্টেনা
  • নতুন বডি ক্ল্যাডিং
  • সামনে এবং পিছনে স্কিড প্লেট

ছবি: মারুতি সুজুকি
ছবি: মারুতি সুজুকি (Maruti Suzuki)

ইন্টিরিয়র

  • সিঙ্গেল-টোন থিম
  • ফ্ল্যাট বটম স্টিয়ারিং হুইল
  • রিয়ার এসি ভেন্ট
  • কি-লেস এন্ট্রি
  • স্টিয়ারিং হুইলের টিল্ট অ্যাডজাসমেন্ট

ইঞ্জিন

ব্রেজাতে মাইল্ড-হাইব্রিড প্রযুক্তি সহ ১.৫-লিটার পেট্রোল ইঞ্জিনের একটি আপডেটেড ভার্সান রাখা হয়েছে। পেট্রোল ইউনিটটি ১০৩PS এবং ১৩৭Nm-এ রেট করা হয়েছে। সিক্স-স্পিড ম্যানুয়াল এবং অটোম্যাটিক ট্রান্সমিশনের অপশন পাবেন।

মারুতি সুজুকি ব্রেজা ২০২২ -এর ভেরিয়েন্ট অনুযায়ী দাম:

ভেরিয়েন্টব্রেজা ম্যানুয়াল (লক্ষ টাকা)ব্রেজা অটোম্যাটিক (লক্ষ টাকা)
LXI৭.৯৯   
VXI৯.৪৭  ১০.৯৭
ZXI১০.৮৭১২.৩৭
ZXI ডুয়াল টোন১১.০৩১২.৫৩
ZXI+১২.৩০ ১৩.৮০
ZXI+ ডুয়াল টোন১২.৪৬১৩.৯৬

বেস ভেরিয়েন্টেও রিয়ার এসি ভেন্ট, ইএসপি (ইলেক্ট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম), এবং হিল হোল্ড অ্যাসিস্টের মতো কিছু আপমার্কেট ফিচার্স পাবেন। এক কথায় যা বেশ ভালো অফার।

এই সেগমেন্টে অন্যান্য অপশন

বন্ধ করুন