বুধবার ফ্রি সার্ভিস ও ওয়ারেন্টি পিরিয়ড বৃদ্ধি করার ঘোষণা করল মারুতি সুজুকি। করোনার দ্বিতীয় ওয়েভের কঠিন সময়ে ক্রেতাদের পাশে থাকার বার্তা দিতেই এই উদ্যোগ, জানাল সংস্থা।
কারা পাবেন এই ফ্রি সার্ভিস ও এক্সটেন্ডেড ওয়্যারান্টি?
গত ১৫ মার্চ থেকে আগামী ৩১ মে-র মধ্যে যাঁদের ফ্রি সার্ভিস ও ওয়ারেন্টি পিরিয়ড শেষ হওয়ার কথা ছিল, তাঁদেরই সময়সীমা এবার বর্ধিত করা হল। সংস্থা জানিয়েছে, নয়া সময়সীমা হল ৩০ জুন পর্যন্ত।
কেন দেওয়া হচ্ছে এই অফার?
মারুতি সুজুকি ইন্ডিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর (সার্ভিস) পার্থ ব্যানার্জী জানান, 'বিভিন্ন রাজ্যেই এখন করোনার কারণে বাইরে বেশি বের হওয়া নিষেধ। ফলে, এই সার্ভিস পিরিয়ড বা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে তাঁরা গাড়ি নিয়ে বের হতে পারছেন না। তাই তাঁরা যাতে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে সেই সুবিধা নিতে পারেন, তার জন্যই এই সিদ্ধান্ত।'
তবে, শুধু মারুতি সুজুকিই নয়। আর বেশ কয়েকটি সংস্থাও একই সিদ্ধান্ত নিয়েছে। করোনা সেকেন্ড ওয়েভের জেরে যাঁরা সময়ে ফ্রি সার্ভিস নিতে পারছেন না, তাঁদের জন্য সময়সীমা আরও বৃদ্ধি করা হয়েছে।