এক নিয়ন্ত্রক সংক্রান্ত ফাইলিংয়ে মারুতি জানিয়েছে, নভেম্বর পর্যন্ত এই যন্ত্রাংশের অভাবের বিষয়টা তা-ও ম্যানেজ করা যাচ্ছিল। তবে চলতি ডিসেম্বরের শেষে বিষয়টি একইরকম না-ও থাকতে পারে।
1/5ইলেকট্রনিক যন্ত্রাদির অভাব। আর সেই কারণে ডিসেম্বরে মার খেতে পারে উত্পাদন। শুক্রবার এমনটাই জানাল দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা মারুতি সুজুকি। গত বেশ কয়েক মাস ধরেই এই সমস্যায় ভুগছে গাড়ি নির্মাতা সংস্থাগুলি। ফাইল ছবি: পিটিআই (Reuters)
2/5এক নিয়ন্ত্রক সংক্রান্ত ফাইলিংয়ে মারুতি জানিয়েছে, নভেম্বর পর্যন্ত এই যন্ত্রাংশের অভাবের বিষয়টা তা-ও ম্যানেজ করা যাচ্ছিল। তবে চলতি ডিসেম্বরের শেষে বিষয়টি একইরকম না-ও থাকতে পারে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
3/5মারুতি সুজুকি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, 'ইলেকট্রনিক কম্পোনেন্টের ঘাটতির কারণে ডিসেম্বর ২০২২-এর উৎপাদনে গত কয়েক মাসের তুলনায় কিছুটা বেশি প্রভাব পড়তে পারে। সংস্থা এই প্রভাব কমানোর জন্য সমস্ত সম্ভাব্য ব্যবস্থা নিচ্ছে।' ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (Reuters)
4/5গত মাসে মারুতি সুজুকির মোট উত্পাদন প্রায় ৫% বৃদ্ধি পেয়েছে। প্রায় ১.৫২ লক্ষ ইউনিট গাড়ি উত্পাদন করেছে সংস্থা। গত ২০২১ সালের নভেম্বর সংখ্যাটা ছিল ১.৪৫ লক্ষ ইউনিট। ফাইল ছবি: পিটিআই (Reuters)
5/5এই গাড়িগুলির মধ্যে ছোট গাড়ির সংখ্যা ছিল ২১,৯০৪টি। এই সংখ্যাটিও ২০২১ সালের নভেম্বরের তুলনায় বেশি। সেই বছর এই মাসে মোট ১৯,৮১০টি ছোট গাড়ি উত্পাদন করেছিল মারুতি সুজুকি। ফাইল ছবি:পিটিআই (Reuters)