Maruti Suzuki Jimny: নতুন জিমনি যেন মার্সিডিজ G-ওয়... more
Maruti Suzuki Jimny: নতুন জিমনি যেন মার্সিডিজ G-ওয়্যাগন আর হামারের ছোট্ট ছেলেটি। এর আগে ৩ ডোরের জিমনি নিয়ে সবার আগ্রহ ছিল। কিন্তু দুই পাশে মাত্র ২টি দরজা থাকায় সেটি 'ফ্যামিলি কার' হিসাবে প্র্যাকটিকাল ছিল না। তবে নতুন জিমনিতে আর সেই সমস্যা নেই। সাধারণ গাড়ির মতোই এর ব্যবহার করা যাবে।
1/5চলতি সপ্তাহের শুরুতেই বড় ঘোষণা করেছে মারুতি। নতুন 5-ডোর জিমনি লঞ্চ করেছে মারুতি সুজুকি। শুধু ভারত নয়, বিশ্বের বেশ কয়েকটি দেশে এই গাড়ি বাজারে আনা হবে। আর লঞ্চের আগে থেকেই সকলের নজর কেড়েছে 'রাফ অ্যান্ড টাফ' লুকের এই গাড়ি। ফাইল ছবি: ব্লুমবার্গ (Bloomberg)
2/5নতুন জিমনি দেখতে বেশ। অনেকটা যেন মার্সিডিজ G-ওয়্যাগন আর হামারের ছোট্ট ছেলেটি। এর আগে ৩ ডোরের জিমনি নিয়ে সবার আগ্রহ ছিল। কিন্তু দুই পাশে মাত্র ২টি দরজা থাকায় সেটি 'ফ্যামিলি কার' হিসাবে প্র্যাকটিকাল ছিল না। ছবি: সুজুকি (Bloomberg)
3/5তবে নতুন জিমনিতে আর সেই সমস্যা নেই। সাধারণ গাড়ির মতোই এর ব্যবহার করা যাবে। ফিট অ্যান্ড ফিনিশেও জোর দিয়েছে মারুতি। গাড়ির লুক বেশ প্রিমিয়াম করা হয়েছে। ফাইল ছবি: পিটিআই (Bloomberg)
4/5এর ফলও মিলেছে। লঞ্চের আগেই নেক্সা ডিলার বা অনলাইনের মাধ্যমে বুকিং শুরু করেছিল মারুতি। নতুন জিমনির এতটাই বেশি চাহিদা যে, মাত্র ২ দিনেই প্রায় ৩,০০০টি গাড়ি বুকিং হয়েছে। অবস্থা এমনই যে, এখন জিমনি বুক করলে, প্রায় ৩ মাস পর তার ডেলিভারি পাবেন। ফাইল ছবি: ব্লুমবার্গ (Bloomberg)
5/5এই সেগমেন্টে মূলত মাহিন্দ্রা থরের সঙ্গে প্রতিযোগিতা নতুন জিমনির। মাহিন্দ্রা থরের একটি আলাদা ক্রেতাদের সেগমেন্ট রয়েছে। তাদেরকে কি নতুন জিমনির মাধ্যমে ছিনিয়ে নেবে মারুতি? তার উত্তর অবশ্য সময়ই দেবে। ফাইল ছবি : ইনস্টাগ্রাম (Bloomberg)