ভারতে S-Presso-র নয়া S-CNG ভ্যারিয়েন্ট লঞ্চ করার ঘোষণা করল Maruti Suzuki। S-Presso গাড়িটির নতুন S-CNG ভ্যারিয়েন্টটি বাজেট সেগমেন্টে দ্বৈত-জ্বালানির ক্ষেত্রে এক নয়া দিগন্ত খুলে দেবে বলে দাবি সংস্থার। বৃহত্তর পরিসরে ভারত সরকারের দেশের তেল আমদানি হ্রাস করা এবং প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বৃদ্ধি করার দৃষ্টিভঙ্গিকে সমর্থন করবে মারুতির এই গাড়ি। আরও পড়ুন: Maruti Suzuki discounts: গাড়ি কেনার স্বপ্নপূরণ! দীপাবলিতে দারুণ ছাড় মারুতির গাড়িতে
নতুন এস-প্রেসো এস-সিএনজির পাওয়ারট্রেনে নেক্সট জেন কে-সিরিজ 1.0L ডুয়াল জেট, ডুয়াল ভিভিটি ইঞ্জিন রয়েছে। ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স পাবেন। এটি ৩২.৭৩ কিমি/কেজি মাইলেজ দেবে। Maruti Suzuki-র অফারে মোট ১০টি S-CNG মডেল রয়েছে। সিএনজি সিস্টেমের জন্য ইন্টিগ্রেটেড ওয়্যারিং হারনেস-সহ ডুয়াল-ইন্টারডিপেন্ডেন্ট ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট (ইসিইউ), ইন্টেলিজেন্ট ফুয়েল ইনজেকশন সিস্টেম, স্টেইনলেস স্টিল পাইপ এবং জয়েন্ট লাগানো রয়েছে। এস-সিএনজি সিস্টেমে একটি মাইক্রো সুইচ পাবেন। এটির মাধ্যমেই ইঞ্জিনটি বন্ধ করা এবং সিএনজি জ্বালানি ভরা চলাকালীন সেটা বন্ধ রাখা নিশ্চিত করতে পারবেন গাড়ির চালক।
S-Presso S-CNG ভ্যারিয়েন্টের দৈর্ঘ্য ৩,৫৬৫ মিমি। LXI মডেলের উচ্চতা ১,৫৫৩ মিমি এবং VXI মডেলের ক্ষেত্রে ১,৫৬৭ মিমি। গাড়িটির প্রস্থ ১,৫২০ মিমি এবং হুইলবেস ২,৩৮০ মিমি। ইঞ্জিনটি পেট্রোল মোডে ৫,৫০০ rpm-এ ৬৫.৫ PS এবং CNG মোডে ৫,৩০০ rpm-এ ৫৬.৬৯ PS পাওয়ার দেবে। S-Presso CNG-এর LXI ভ্যারিয়েন্টের দাম ৫,৯০,০০০ টাকা (এক্স শোরুম)। VXI ভার্সানের দাম ৬,১০,০০০ টাকা (এক্স শোরুম)।
আরও পড়ুন: বিক্রি শূন্য! S-Cross গাড়িকে Nexa-র সাইট থেকে সরিয়ে নিল Maruti!
মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের মার্কেটিং অ্যান্ড সেলস-এর সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, শ্রী শশাঙ্ক শ্রীবাস্তব বলেন, 'S-Presso-তে এসইউভি থেকে অনুপ্রাণিত ডিজাইনও রয়েছে। আর সেই কারণেই অনেকেই এই গাড়ি পছন্দ করেছেন। এই গাড়িটার ভালো রোড প্রেজেন্স রয়েছে। ইতিমধ্যেই আমরা ২.২৬ লক্ষ ইউনিট বিক্রি করেছি। এস-প্রেসো এস-সিএনজি ভালো মাইলেজেও দুর্দান্ত পাওয়ারের মাধ্যমে গ্রাহকদের মন জয় করে নেবে বলে আমাদের বিশ্বাস। আমাদের পোর্টফোলিওতে এখন ১০টি S-CNG মডেল রয়েছে। এগুলি গাড়ি মালিকানার খরচ কমাতে এবং এক পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে শক্তিশালী করতে সাহায্য করবে।'