Maruti Suzuki S-Presso: লাইভ হিন্দুস্তান সূত্রের খ... more
Maruti Suzuki S-Presso: লাইভ হিন্দুস্তান সূত্রের খবর, সব মিলিয়ে এই গাড়িতে ৭৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন চলতি ডিসেম্বরে। গাড়িটির এক্স-শোরুম দাম ৪.২৫ লক্ষ টাকা। মোট ৮টি ভেরিয়েন্টে পাবেন। এর মধ্যে ২টি CNG ভেরিয়েন্টের।
1/6মারুতি সুজুকি-র বেশ কিছু গাড়িতে দুর্দান্ত ডিসকাউন্ট চলছে। বছরের শেষ মাসে এই অফারে বেশ কম দামেই আপনার স্বপ্নের চার চাকা কেনার সুযোগ পাবেন। সবচেয়ে বেশি অঙ্কের ডিসকাউন্ট পাবেন মারুতির জনপ্রিয় মাইক্রো-SUV S-Presso-তে। গাড়িটির পেট্রোল ও CNG- দুই ভেরিয়েন্টেই ভাল অফার পাবেন। ফাইল ছবি: মারুতি সুজুকি (Maruti Suzuki)
2/6লাইভ হিন্দুস্তান সূত্রের খবর, সব মিলিয়ে এই গাড়িতে ৭৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন চলতি ডিসেম্বরে। গাড়িটির এক্স-শোরুম দাম ৪.২৫ লক্ষ টাকা। মোট ৮টি ভেরিয়েন্টে পাবেন। এর মধ্যে ২টি CNG ভেরিয়েন্টের। ফাইল ছবি: মারুতি সুজুকি (Maruti Suzuki)
4/6পেট্রোল ভেরিয়েন্টে ৬৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। এর মধ্যে ৪৫ হাজার টাকার নগদ ছাড় রয়েছে। এক্সচেঞ্জ বোনাস ১৫ হাজার টাকা। কর্পোরেট ডিসকাউন্ট ৫ হাজার টাকা। ফাইল ছবি:পিটিআই (Maruti Suzuki)
5/6এদিকে, সিএনজি ভেরিয়েন্টে ৭৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। এর মধ্যে ৬৫ হাজার টাকা পর্যন্ত নগদ ছাড় এবং ১৫ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Maruti Suzuki)
6/6LXI CNG ভেরিয়েন্টের দাম ৫.৯০ লক্ষ টাকা এবং VXI CNG ভেরিয়েন্টের দাম ৬.১০ লক্ষ টাকা। সব দামই এক্স-শোরুম। মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের মার্কেটিং অ্যান্ড সেলস-এর সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, শ্রী শশাঙ্ক শ্রীবাস্তব বলেন, S-Presso-তে এসইউভি থেকে অনুপ্রাণিত ডিজাইনও রয়েছে। আর সেই কারণেই অনেকেই এই গাড়ি পছন্দ করেছেন। এই গাড়িটার ভালো রোড প্রেজেন্স রয়েছে। ছবি: রয়টার্স। (Maruti Suzuki)