বিক্রি শূন্য! S-Cross গাড়িকে Nexa-র সাইট থেকে সরিয়ে নিল Maruti!
Updated: 10 Oct 2022, 10:32 AM IST২০১৫ সালে প্রিমিয়াম ক্রসওভার সেগমেন্টে S-Cross এনেছিল মারুতি। তখনও দেশে এই সেগমেন্টটি এতটা জনপ্রিয়তা পায়নি। পরে নতুন ফেসলিফট ও ইঞ্জিন এনেছিল মারুতি। নতুন মডেল যথেষ্ট স্টাইলিশ ছিল। অনেকটা যেন বিএমডব্লু X5-এর ছায়া ছিল সেই মডেলে। কিন্তু ততদিনে হয় তো অনেকটাই দেরি হয়ে গিয়েছিল।
পরবর্তী ফটো গ্যালারি