মারুতি, এমপিভি এবং এসইউভি-এর বৃহত্তম বিক্রেতা, মারুতি সুইফট সিএনজি লঞ্চ করেছে৷ ১২ সেপ্টেম্বর ভারতীয় বাজার কাঁপাতে এসেছে গাড়িটি। গত ৯ মে, পেট্রোল ভ্যারিয়েন্টে এই গাড়িটি লঞ্চ করেছিল কোম্পানিটি। ঠিক তার চার মাস পর লঞ্চ করা হল মারুতির বহু প্রতীক্ষিত সিএনজি ভার্সনও। উৎসবের মরসুমকে সামনে রেখে গ্রাহকদের একেবারে চমকে দিয়েছে মারুতি। সিএনজি ইঞ্জিনের সঙ্গে এর মাইলেজও কিন্তু অসাধারণ।
ইঞ্জিন এবং মাইলেজ কতটা শক্তিশালী
মারুতি সুজুকি সুইফট সিএনজি-তে একটি নতুন জেড১২ই পেট্রোল ইঞ্জিন রয়েছে। সিএনজি ফুয়েল সহ, এই ইঞ্জিনটি ৬৯ বিএইচপি এনার্জি এবং ১০২ এনএম টর্ক জেনারেট করে। মারুতি দাবি করেছে যে সুইফট সিএনজি প্রতি কেজিতে ৩২.৮৫ কিমির চমৎকার মাইলেজ দেয়।
আরও পড়ুন: (পুজোর অফার দিচ্ছে Tata, একাধিক গাড়িতে ১.৮০ লক্ষ টাকা পর্যন্ত ছাড়! সম্পূর্ণ তালিকা রইল)
গাড়িটির ফিচার কেমন
গাড়িটিতে রয়েছে ৬টি এয়ারব্যাগ, ইএসসি, রিমোট সেন্ট্রাল লকিং, হ্যালোজেন প্রজেক্টর হেডল্যাম্প, ১৪ ইঞ্চি স্টিলের চাকা এবং পাওয়ার উইন্ডোজ। এছাড়াও হাইট অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সহ ৭-ইঞ্চি ইনফোটেইনমেন্ট স্ক্রিনও দেওয়া হয়েছে।
নিরাপত্তার জন্য কী কী ফিচার দেওয়া হয়েছে
যাত্রীদের নিরাপত্তার জন্য, নতুন সুইফটে ৬ এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম, হিল হোল্ড অ্যাসিস্ট, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, রিয়ার এসি ভেন্ট, ওয়্যারলেস চার্জার, ৬০:৪০ স্প্লিট রিয়ার সিটের মতো ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: (Jio Phone prima 2: দুর্গাপুজোয় ফোন কেনার প্ল্যান? জিও ফোন প্রাইমা২ পাবেন ৩ হাজার টাকার মধ্যে, রইল ফিচার)
মারুতি সুজুকি সুইফট সিএনজির ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম
মারুতি সুইফট সিএনজি তিনটি ভ্যারিয়েন্ট, ভিএক্সআই, ভিএক্সআই (ও) এবং জেডএক্সআই-এ লঞ্চ করা হয়েছে। সিএনজি ইঞ্জিন সহ সুইফট বেস ভ্যারিয়েন্টের দাম ৮.১৯ লক্ষ টাকা, আর টপ ভ্যারিয়েন্টের দাম ৯.১৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। সুইফট সিএনজির দাম বর্তমান পেট্রোল ভ্যারিয়েন্টের থেকে প্রায় ৯০,০০০ টাকা বেশি। সুইফটের পেট্রোল ভ্যারিয়েন্টের দাম ৬.৪৯ লক্ষ টাকা থেকে ৯.৬৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
ডেলিভারি কবে শুরু হবে
মারুতি সুজুকি, নতুন সিএনজি গাড়ির ডেলিভারি আগামী মাস থেকে শুরু করতে পারে। যদিও মারুতির তরফে এখনও এ প্রসঙ্গে কোনও ঘোষণা করা হয়নি।