Maruti Suzuki Discount Offer: আরিনা ডিলারশিপের এই অফারের উপর কর্পোরেট ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফারও যোগ হবে। জনপ্রিয় ওয়াগন আর, এস প্রেসো ও ডিজায়ার মডেলে এই অফার প্রযোজ্য হবে। তবে আর্টিগা, ব্রেজা বা সদ্য প্রকাশিত অল্টো কে টেন-এ এই অফার নেই।
1/5দুর্গাপুজো ও দীপাবলির মরসুমের আগে দারুণ অফার আনল মারুতি সুজুকি। নবরাত্রি, দশেরা এবং দীপাবলির আগে, চলতি মাসে গাড়িতে ৪৯,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে মারুতি। আরিনা ডিলারশিপের এই অফারের উপর কর্পোরেট ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফারও যোগ হবে। জনপ্রিয় ওয়াগন আর, এস প্রেসো ও ডিজায়ার মডেলে এই অফার প্রযোজ্য হবে। তবে আর্টিগা, ব্রেজা বা সদ্য প্রকাশিত অল্টো কে টেন-এ এই অফার নেই। ছবি: হিন্দুস্তান টাইমস অটো (Maruti Suzuki)
2/5মারুতি সুজুকি Celerio: Celerio-র ম্যানুয়াল ভেরিয়েন্টে ৪৯,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। AMT মডেলে ৩৪,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। Celerio-তে একটি 5-স্পিড ম্যানুয়াল এবং AMT গিয়ারবক্স-এর অপশন পাবেন। 67hp, 1.0-লিটার পেট্রোল ইঞ্জিন পাবেন। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস অটো (Maruti Suzuki)
3/5মারুতি সুজুকি SPresso সেলেরিও-র মতো, S Presso-র ম্যানুয়াল ভেরিয়েন্টেও ৪৯,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। AMT ভেরিয়েন্টে ৩৪,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। S Presso-তে জ্বালানি সাশ্রয়কারী K10C ইঞ্জিন এবং আপডেটেড সেফটি ফিচার্স পাবেন। সস্তায় পুষ্টিকর। ফাইল ছবি: মারুতি সুজুকি (Maruti Suzuki)
4/5মারুতি সুজুকি Swift: সুইফট মারুতির অন্যতম জনপ্রিয় গাড়ি। ৯০hp, 1.2-লিটার ডুয়ালজেট পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত। 5-স্পিড ম্যানুয়াল এবং AMT গিয়ারবক্সের অপশন পাবেন। সেপ্টেম্বরে Swift AMT ভেরিয়েন্টে ৪৫,০০০ টাকা এবং ম্যানুয়াল ভেরিয়েন্টে ২৫,০০০ টাকা ছাড় পাবেন। ছবি: মারুতি সুজুকি (Maruti Suzuki)
5/5মারুতি সুজুকি Dzire: DZire-এও 90hp, 1.2-লিটার ডুয়ালজেট পেট্রোল ইঞ্জিন রয়েছে। 5-স্পিড ম্যানুয়াল বা AMT গিয়ারবক্স অপশন পাবেন। এর কেবিন স্পেস অনেকটাই বেশি। ফলে এন্ট্রি লেভেল সিডান হিসাবে বেশ ভাল।DZire হল মারুতি সুজুকির সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেলগুলির মধ্যে অন্যতম। সেপ্টেম্বরে, এর AMT ভেরিয়েন্টে ৪০,০০০ টাকা এবং ম্যানুয়াল ভেরিয়েন্টে ২০,০০০ টাকা ছাড় পাবেন। ছবি: মারুতি সুজুকি (Maruti Suzuki)