দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা মারুতি সুজুকি ইন্ডিয়া (MSI) সোমবার বলেছে যে এটি ইনপুট খরচ বৃদ্ধির মধ্যে তার সম্পূর্ণ মডেল রেঞ্জের দাম বাড়িয়েছে।
প্রতিটি মডেলের রেঞ্জেই দাম বাড়াল মারুতি সুজুকি। সোমবার মারুতি সুজুকি জানিয়েছে, ইনপুট খরচ বৃদ্ধি পেয়েছে। সেই কারণেই বাড়ানো হল দাম।
গত বছরও, বিভিন্ন ইনপুট খরচ বৃদ্ধির কারণে দাম বাড়িয়েছিল মারুতি সুজুকি। সংস্থা জানিয়েছে, উত্পাদন খরচ বৃদ্ধির কারণে খরচ প্রভাবিত হয়েছে। এক নিয়ন্ত্রক ফাইলিংয়ে এমনটা বলেছে মারুতি সুজুকি। আরও পড়ুন: Maruti Ertiga-র নতুন ফেসলিফট, জানুন দাম, ফিচার্স
'প্রায় সব মডেল জুড়ে গড়ে ১.৩% শেয়ার দর বৃদ্ধি পাবে (এক্স শোরুম, দিল্লি),' একটি নিয়ন্ত্রক ফাইলিংয়ে এ বিষয়ে জানিয়েছে মারুতি সুজুকি।
এপ্রিলেই দাম বৃদ্ধির পরিকল্পনা করেছে মারুতি সুজুকি। বিভিন্ন মডেলের জন্য বিভিন্ন হারে দাম বৃদ্ধি করা হবে।
ইনপুট খরচ ক্রমাগত বৃদ্ধির কারণে MSI ইতিমধ্যেই ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২২-এর মার্চ পর্যন্ত দাম প্রায় ৮.৮ শতাংশ বাড়িয়েছে।
মারুতি সুজুকি ভারতের বাজারে অল্টোর মতো এন্ট্রি লেভেল হ্যাচব্যাক থেকে শুরু করে লাক্সারি ক্রসওভার এস-ক্রস-এর মতো বিভিন্ন মডেল বিক্রি করে।
এক্ষেত্রে উল্লেখ্য, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাও বৃহস্পতিবার তাদের সম্পূর্ণ মডেল রেঞ্জের দাম ২.৫ শতাংশ বাড়িয়েছে।