
Microsoft Teams-এর নয়া ফিচার! ওয়ার্ক ফ্রম হোম করলে অবশ্যই জানুন
১ মিনিটে পড়ুন . Updated: 23 Mar 2021, 08:58 AM ISTতবে শুধু ওয়ার্ক ফ্রম হোমই নয়। মাইক্রোসফট টিমস-এর সাহায্যে অনলাইন ক্লাসও অনেক বেশি সুরক্ষিত হবে নয়া ফিচারে।
তবে শুধু ওয়ার্ক ফ্রম হোমই নয়। মাইক্রোসফট টিমস-এর সাহায্যে অনলাইন ক্লাসও অনেক বেশি সুরক্ষিত হবে নয়া ফিচারে।
ওয়ার্ক ফ্রম হোম-এর যুগে চাহিদা বেড়েছে কনফারেন্স-এ ভিডিয়ো কলের অ্যাপের। সেই বুঝে নিজেদের অ্যাপ আপডেটেড করেছে বেশিরভাগ সংস্থাও। সেই পথে হেঁটেই নয়া ফিচার আনল Microsoft Teams ।
তবে শুধু ওয়ার্ক ফ্রম হোমই নয়। মাইক্রোসফট টিমস-এর সাহায্যে অনলাইন ক্লাসও অনেক বেশি সুরক্ষিত হবে নয়া ফিচারে।
নয়া ফিচারে আরও সুরক্ষিত হল মাইক্রোসফট টিমস মিটিং। প্রযুক্তি সংক্রান্ত পোর্টাল টেকরেডার-এর রিপোর্ট অনুযায়ী এবার থেকে ইভাইট ছাড়া কাউকে মিটিংয়ে যোগ দেওয়া থেকে আটকানো যাবে মাইক্রোসফট টিমস-এ।
এর আগে মাইক্রোসফট টিমস-এ অন্য কারও থেকে লিঙ্ক পেয়ে আনইনভাইটেড ব্যক্তিদের মিটিংয়ে প্রবেশের সমস্যা হত। সে বিষয়টিই এবার খতিয়ে দেখল সংস্থা। 'লক' করার এই ফিচারের ফলে গেস্ট হিসাবে কাউকে যোগ দেওয়া থেকে আটকানো যাবে।
এই ফিচার অবশ্য ভিডিয়ো কনফারেন্স সংক্রান্ত অ্যাপের ক্ষেত্রে নতুন নয়। Zoom অ্যাপে অনেক আগে থেকেই এই ফিচার রয়েছে। কিন্তু, চিনা দ্রব্য বয়কটের সময় থেকে ভারতে অনেকেই জুম অ্যাপ ব্যবহার বন্ধ করেছেন।
মাইক্রোসফট জানিয়েছে, চলতি বছরের মে মাসেই আসতে চলেছে এই আপডেট।