বাংলা নিউজ > টেকটক > Moto G60: মিড রেঞ্জ দামে ১০৮ মেগা পিক্সেলের ক্যামেরা! ৬০০০ mAh ব্যাটারি

স্মার্টফোনের বাজারে মাঝে একটু হলেও জনপ্রিয়তা কমেছিল Motorola-র। চিনা সংস্থাগুলির দাপটই ছিল এর মূল কারণ। তবে, আবার চেনা ছন্দে ফিরছে Motorola । বিশেষত G60-র ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেই ইঙ্গিতই দিচ্ছে।

শুধু তাই নয়। Moto G60 আকর্ষণীয় ফিচার্সে ঠাসা। ফলে এই দামে বাকি সংস্থার স্মার্টফোনগুলিকে টেক্কা দেওয়ার সব রসদই রয়েছে। এবার মার্কেটিংয়ের প্রভাব কী পড়ে, সেটাই দেখার।

Moto G60-এর স্পেসিফিকেশন :

RAM : 6 GB

Internal Memory : 128 GB

Processor : Qualcomm Snapdragon 732G

ব্যাটারি : 6000 mAh 20 W ফাস্ট চার্জিং

ডিসপ্লে : 6.8-inch FHD+

রিয়ার ক্যামেরা : 108MP প্রাইমারি সেন্সর + 8MP ওয়াইড অ্যাঙ্গেল + 2MP ডেপথ সেন্সর

ফ্রন্ট ক্যামেরা : 32 MP

OS : Android 11

দাম : Moto G60-র দাম শুরু হচ্ছে ১৭,৯৯৯ টাকা থেকে(6GB, 128GB)।

আগামী ২৭ এপ্রিল থেকে Flipkart-এ বিক্রি শুরু হবে। আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহকদের জন্য থাকছে বড় অঙ্কের ছাড়।

বন্ধ করুন