বাংলা নিউজ > টেকটক > 5G Launch: কবের মধ্যে সব ভারতবাসীর কাছে 5G, বলে দিলেন মুকেশ আম্বানি

5G Launch: কবের মধ্যে সব ভারতবাসীর কাছে 5G, বলে দিলেন মুকেশ আম্বানি

ছবি: পিটিআই (PTI)

Mukesh Ambani 5G Launch:মুকেশ আম্বানি বলেন, '5G শুধুই যে নয়া প্রজন্মের টেলিকম প্রযুক্তি, তাই নয়। আমার মতে, এটি আরও বিভিন্ন প্রযুক্তি, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস, রোবোটিক্স, ব্লকচেইন এবং মেটাভার্সের মতো ২১ শতকের অন্যান্য প্রযুক্তির বৃদ্ধির দরজাও খুলে দেবে।'

আর বেশিদিন নয়। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যেই ভারত জুড়ে 5G চালু করবে Jio। শনিবার দিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে এমনটাই জানালেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। তিনি বলেন, 'আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আগামী ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে প্রতিটি শহরে, প্রতিটি গ্রামে 5G পৌঁছে দেব।'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন 5G পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন। প্রগতি ময়দানের এই প্রদর্শনীরও উদ্বোধন করেন তিনি। 

মুকেশ আম্বানি বলেন, '5G শুধুই যে নয়া প্রজন্মের টেলিকম প্রযুক্তি, তাই নয়। আমার মতে, এটি আরও বিভিন্ন প্রযুক্তি, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস, রোবোটিক্স, ব্লকচেইন এবং মেটাভার্সের মতো ২১ শতকের অন্যান্য প্রযুক্তির বৃদ্ধির দরজাও খুলে দেবে।'

প্রাথমিক পর্যায়ে দেশের ১৩টি শহরে 5G চালু করছে Jio। সেগুলি হল আহমেদাবাদ, ব্যাঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, গান্ধীনগর, গুরুগ্রাম, হায়দরাবাদ, জামনগর, কলকাতা, লখনউ, মুম্বই এবং পুনে। তার প্রথম ধাপ হিসাবে ৪টি শহরে 5G আসছে। সেগুলি হল দিল্লি, কলকাতা, মুম্বই এবং চেন্নাই। এই শহরগুলিতে আগামী ২২-২৬ অক্টোবরের মধ্যেই 5G পরিষেবা এসে যাবে। আরও পড়ুন : 5G Launch: পুজোর পর থেকে ডেটা অন করলেই কলকাতায় 5G?

5G টেলিকম পরিষেবার মাধ্যমে দেশজুড়ে নির্বিঘ্ন কভারেজ, উচ্চ ডেটা রেট, কম লেটেন্সি এবং নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থার প্রসার হবে বলে মনে করা হচ্ছে। দেশের তিনটি প্রধান টেলিকম অপারেটর এদিন প্রগতি ময়দানে উপস্থিত ছিল। ভারতে 5G প্রযুক্তির ভবিষ্যত দেখানোর জন্য প্রধানমন্ত্রীকে ডেমো দেন এয়ারটেল, জিও-র মতো সংস্থার ইঞ্জিনিয়াররা।

টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতে 5G পরিষেবা চালুর আবহে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। টেলিকম সেক্টরে কীভাবে সহজেই অনুমতি ও অনুমোদন দেওয়ার ফলে কাজের গতি বেড়েছে, তার উল্লেখও করেন তিনি।

বন্ধ করুন