Mars Dust Devil: মঙ্গল গ্রহে একটি ধূলিকণার ঘূর্ণনের শব্দ। মানবজাতির কানে যে সেই শব্দও আসবে, তা কখনও ভেবেছিলেন? কিন্তু সেই অকল্পনীয়কেই বাস্তব করল বিজ্ঞান। মঙ্গলবার মঙ্গলের এই শব্দ প্রকাশ করল NASA। আর তাতে প্রায় ৪০ কিলোমিটার বেগে ঘুরতে থাকা ধুলিকণা বা 'Dust Devil'-এর শব্দ ধরা পড়েছে। পৃথিবীর ঘুর্ণিঝড়ের 'সোঁ-সোঁ' শব্দের সঙ্গে এর বেশ মিল রয়েছে।
তবে তুলনামূলকভাবে শব্দ কম। মঙ্গলের বায়ুমণ্ডলের কারণে সেখানে হাওয়া ও শব্দের পরিমাণ স্বাভাবিকভাবেই কম হয়েছে। মঙ্গলের বায়ুমণ্ডল পৃথিবীর তুলনায় অনেক কম ঘন। আরও পড়ুন: তৈরি ইতিহাস, মঙ্গলে উড়ল নাসার হেলিকপ্টার Ingenuity, থাকল রাইট ব্রাদার্সদের বিমানের কাপড়
এই 'ধুলি শয়তানে'র এই শব্দ তুলে ধরেছে নাসার মঙ্গলযান পার্সিভিয়ারেন্স। গত বছরেই এই ধুলিকণার ঝড়ের মধ্যে দিয়ে গিয়েছে নাসার যান। খুব অল্প সময়ের জন্য এর মধ্যে পড়ায় অডিয়ো ক্লিপটি খুব বেশি লম্বা নয়। নেচার কমিউনিকেশনে এমনটাই জানিয়েছেন এই গবেষণার প্রধান লেখক, ইউনিভার্সিটি অফ টুলুসের নাওমি মারডক।
রোভারে রাখা ন্যাভিগেশন ক্যামেরাটি মঙ্গলের ছবি তুলে ধরে। অন্যদিকে এতে আবহাওয়া পর্যবেক্ষণকারী যন্ত্রাদিও রয়েছে। এর মাধ্যমে মঙ্গলের বিষয়ে গবেশকরা তথ্য সংগ্রহ করেন।
শুনুন সেই অডিয়ো:
এর দ্বারা বিজ্ঞানীরা মঙ্গলগ্রহের বায়ু, বায়ুমণ্ডলীয় ঝড় এবং ধূলিকণা মতো বিষয়গুলি নিয়ে গবেষণা করেন। আরও পড়ুন: সাফল্য! মঙ্গল গ্রহে প্রথমবার অক্সিজেন তৈরি করল NASA-র রোভার
২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি মঙ্গলের মাটি ছুঁয়েছিল নাসার রোভার পারসিভেরান্স। প্রায় ৬ মাস যাত্রার পর নির্বিঘ্নে মঙ্গলের মাটি ছোঁয় নাসার মঙ্গলযান। মঙ্গলের বায়ুমণ্ডল পর্যবেক্ষণের পাশাপাশি মাটি/পাথরের নমুনা সংগ্রহের কাজেও তার ব্যবহার করা হচ্ছে। আগামী ২০৩০ সাল নাগাদ আলাদা একটি মিশনে পার্সিভিয়ারেন্সের মাধ্যমে সংগ্রহ করা প্রায় ৩০টি নমুনা পৃথিবীতে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে নাসার।