বাংলা নিউজ > টেকটক > NASA InSight: ‘অবসর’ নিচ্ছে নাসার মঙ্গলযান, শেষ ছবি পোস্ট করল মার্কিন মহাকাশ সংস্থা

NASA InSight: ‘অবসর’ নিচ্ছে নাসার মঙ্গলযান, শেষ ছবি পোস্ট করল মার্কিন মহাকাশ সংস্থা

ফাইল ছবি: নাসা (NASA)

NASA InSight: এ যেন মঙ্গলযানের আত্মকথা। কিছুটা তেমন সুরেই টুইট করা হল নাসার ইনসাইট-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে। ল্যান্ডারের সোলার প্যানেল লাল গ্রহের ধুলোর আস্তরণে ঢেকে গিয়েছে। শক্তি ক্রমেই কমে চলেছে। ইনসাইটের থমকে যাওয়া এখন খালি সময়ের অপেক্ষা মাত্র। 

InSight ল্যান্ডারের সম্ভাব্য শেষ ছবি প্রকাশ করল নাসা। প্রায় ৪ বছর আগে লাল গ্রহের মাটি ছুঁয়েছিল নাসার এই মঙ্গলযান। সেই সময় থেকে মঙ্গল গ্রহের গবেষণার প্রধান মাধ্যম ছিল নাসার এই ল্যান্ডার। তবে প্রায় ৪ বছর সময় পর এবার তার 'ডিউটি' সম্ভবত শেষ হতে চলেছে। ল্যান্ডারের সোলার প্যানেল লাল গ্রহের ধুলোর আস্তরণে ঢেকে গিয়েছে। শক্তি ক্রমেই কমে চলেছে। ইনসাইটের থমকে যাওয়া এখন খালি সময়ের অপেক্ষা মাত্র। তার আগে ইনসাইট থেকে পাঠানো সম্ভাব্য শেষ ছবিটি টুইট করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। আরও পড়ুন: 

এ যেন মঙ্গলযানের আত্মকথা। কিছুটা তেমন সুরেই টুইট করা হল নাসার ইনসাইট-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে। সেখানে লেখা হল, 'আমার শক্তি সত্যিই কমে এসেছে। তাই এটিই আমার পাঠানো শেষ ছবি হতে পারে। তবে আমাকে নিয়ে চিন্তা কর না। আমার এখানে সময় যথেষ্ট কার্যকর ও সুন্দর ছিল। আমি যদি আমার মিশন টিমের সঙ্গে যোগাযোগ চালিয়ে যেতে পারে, তা করে যাব। তবে আমি শীঘ্রই আমার কাজে ইতি টানব। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।'

মঙ্গলকে প্রদক্ষিণরত মহাকাশযানের মাধ্যমে এই ল্যান্ডারের সঙ্গে সংযোগ বজায় রাখে নাসা। এই অরবিটারের সঙ্গে ল্যান্ডারের সংযোগের প্রচেষ্টা পরপর দুইবার ব্যর্থ হলেই নাসা আনুষ্ঠানিকভাবে এই মিশনটি সম্পন্ন ঘোষণা করবে। চলতি বছরে মাঝামাঝি থেকেই ইনসাইটের শেষ নিঃশ্বাসের প্রহর গুনছ

<p>ফাইল ছবি: টুইটার</p>

ফাইল ছবি: টুইটার

(Twitter)

গত অক্টোবরে প্রথমবার নাসার এই রোবোটিক ল্যান্ডার মঙ্গলগ্রহের পৃষ্ঠের কাছাকাছি সিসমিক তরঙ্গ সনাক্ত করে। ভূপৃষ্ঠ বরাবর এই তরঙ্গের কম্পন উত্তর গোলার্ধ পর্যন্ত বিস্তৃত ছিল। এই ভিন্ন ধরনের ভূকম্পনের মাধ্যমে নাসার মঙ্গল গ্রহণের গঠন সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্যাদি মেলে।

২০১৮ সালের নভেম্বরে মঙ্গলের মাটি ছোঁয় ইনসাইট। তার পর থেকে এটিই এই ল্যান্ডার থেকে প্রাপ্ত সবচেয়ে যুগান্তকারী তথ্য ছিল। প্রাথমিকভাবে ইনসাইটের মিশন মূলত দুই বছর স্থায়ী হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা ডিসেম্বর পর্যন্ত আরও দুই বছরের জন্য বৃদ্ধি করা হয়েছিল। এর নির্মাতা লকহিড মার্টিন স্পেস সিস্টেম। NASA-র জেট প্রপালশন ল্যাবরেটরি (JPL) দ্বারা এই যান পরিচালিত হয়। এর বেশিরভাগ বৈজ্ঞানিক যন্ত্রপাতি ইউরোপীয় বিভিন্ন সংস্থার নির্মিত।

ইনসাইটের প্রেরিত তথ্যের মাধ্যমে মঙ্গলে এক হাজারেরও বেশি ভূকম্পন চিহ্নিত করা হয়। আর তার মাধ্যম এটি প্রমাণিত হয় যে, ভূতাত্ত্বিকভাবে মঙ্গল গ্রহ এখনও যথেষ্ট সক্রিয়। চলতি বছরের মে মাসে ৫.০ মাত্রার একটি বৃহত্ ভূমিকম্পও সনাক্ত করে নাসার এই যান। পৃথিবীর ক্ষেত্রে যা প্রায় মাঝারি মাপের ভূমিকম্প। আরও পড়ুন: Skyroot: সফলভাবে রকেট পাঠাল স্কাইরুট, নেপথ্যে IIT খড়গপুরের প্রাক্তনী

মঙ্গলের নিরক্ষরেখার ঠিক উত্তরে এলিসিয়াম প্লানিটিয়া নামের একটি বিস্তীর্ণ সমতল ভূমিতে তিন পায়ে দাঁড়িয়ে সে। গত ৪ বছর ধরে আমাদের অন্তর্দৃষ্টি দিয়ে চলেছে ইনসাইট। সিসমিক ইনভেস্টিগেশন, জিওডেসি এবং হিট ট্রান্সপোর্টের মাধ্যম মঙ্গলের অভ্যন্তরীণ গবেষণায় উল্লেখযোগ্য সহায়তা করেছে নাসার এই যান। এবার সময় এসেছে তার অবসর নেওয়ার।

টেকটক খবর

Latest News

দ্বিতীয় দফার প্রচার শেষ, কংগ্রেস–বিজেপি কার গ্যারান্টিতে আস্থা রাখবে মানুষ?‌ রাম হয়ে উঠতে কঠিন কসরত করছেন রণবীর, চেহারায় কোন কোন বদল আনলেন? শেষ ২ ওভারে DC হাফসেঞ্চুরি করল,পন্ত-স্টাবস ঝড়ে স্কোর পৌঁছে গেল ২২৪-এ, হল রেকর্ড বিড়ি বাঁধছে কন্যাশ্রীরা, লক্ষ্য স্বপ্নপূরণ, ভোটমুখী মুর্শিদাবাদে এ কোন ছবি! ‘‌তারকাটা মহিলা’‌, অগ্নিমিত্রা পালের আক্রমণের পাল্টা জবাব দিলেন দেবাংশু সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা মিলে গিয়েছে, রিপোর্ট দিয়ে আদালতে জানাল ED আর্মিতে যোগ দিতে চায় এদিকে ভুঁড়ি! খুদেকে বুদ্ধি দিয়ে সৌরভ বললেন, ‘সবার আগে…’ চায়না মোবাইলকে টেক্কা দিয়ে বিশ্বের বৃহত্তম মোবাইল অপরেটর রিলায়েন্স জিও 'বাল্য বিবাহ' করেছেন জয়িতা-পার্থিব! দিদির মঞ্চে রামপ্রসাদের বৌদি বললেন, ‘কেউ…’ রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান

Latest IPL News

রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক IPL 2024- স্লো-টার্নার নয়, উঠল ৪২৩ রান, হেরে চিপকের পিচকেই দুষলেন CSK-র কোচ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.