ধীর ব্যবসার রিপোর্ট প্রকাশের পর Netflix-এর শেয়ার টানা ২০% কমেছে।
1/5২০২১ সালটা ভাল কাটেনি ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম Netflix-এর। ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla)
2/5এক বছরে ১৮.২ মিলিয়ন নয়া সাবস্ক্রাইবার হয়েছে নেটফ্লিক্সের। এটি আগের বছরের রেকর্ডের তুলনায় প্রায় ৫০% কম। ফাইল ছবি : রয়টার্স (REUTERS/Dado Ruvic)
3/5সংস্থারই বিশেষজ্ঞদের পূর্বাভাস, এই অবস্থা আরও কিছুদিন চলতে পারে। অন্তত প্রথম ত্রৈমাসিকে ব্যবসার গতি থাকবে এমনই, মনে করছেন তাঁরা। ফাইল ছবি : রয়টার্স (REUTERS/Dado Ruvic)
4/5ইতিমধ্যেই এর প্রভাব পড়েছে নেটফ্লিক্সের শেয়ার দরে। ধীর ব্যবসার রিপোর্ট প্রকাশের পর Netflix-এর শেয়ার টানা ২০% কমেছে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS/Dado Ruvic)
5/5কিন্তু কেন হঠাত্ নেটফ্লিক্সের বৃদ্ধি মন্থর হয়ে গেল? এটাই এখন সংস্থার নির্বাহীদের একমাত্র চিন্তা। তাঁদের কেউ কেউ বিশ্বব্যাপী খারাপ অর্থনীতিকে দায়ী করছেন। বিশেষত, লাতিন আমেরিকার পরিস্থিতির কথা বলছেন তাঁরা। সেই সঙ্গে মহামারী পরিস্থিতিরও উল্লেখ করেছেন তাঁরা। ফাইল ছবি : রয়টার্স (REUTERS/Mike Blake)