অবশেষে Pulsar 250 2022-র প্রথম টিজার ভিডিয়ো প্রকাশ করল Bajaj । গত কয়েক মাস ধরেই একাধিক স্পাইশট ছড়িয়েছিল ইন্টারনেটে। তখন থেকেই নয়া পালসার আসার কথা শোনা যাচ্ছিল। এবার তা অফিসিয়ালি কনফার্ম হল।
জেন এক্স-এর অনেকেরই 'বসপন কা পেয়ার' ছিল পালসার। একটু স্পোর্টি, স্টাইলিশ কমিউটার মানেই পালসার বুঝতেন সকলে। কিন্তু সময়ের সঙ্গে ছবিটা পালটে যায়।
২০১০ সালের সময় থেকে টিভিএস, ইয়ামাহা, হোন্ডাদের ভিড়ে কিছুটা ফিকে হয় যায় Pulser Mania । তাছাড়া সাম্প্রতিক অতীতে পালসারে সেরকম বড় কোনও কসমেটিক বদলও আনা হয়নি। বদল হয়েছে শুধু বডি গ্রাফিক্সে।
Pulsar 220-র ডিজাইন টাইমলেস হতে পারে। তা সত্ত্বেও, অনেকেরই মতে, সময়ের তুলনায় কিছুটা পিছিয়ে পালসারের ডিজাইন। প্রয়োজন ফেসলিফটের।
নতুন Pulsar 250-তে সেদিকে নজর দিয়েছে Bajaj । অন্তত টিজার ভিডিয়ো তাই বলছে।
দেখুন টিজার ভিডিয়ো:
নতুন পালসারে থাকছে সেমি ফ্লেয়ার্ড ডিজাইন। দেখে অনেকটা স্পোর্টস ট্যুরার আর অ্যাডভেঞ্চার ট্যুরারের ফিউশন মনে হচ্ছে।
ইঞ্জিন ও অন্যান্য স্পেসিফিকেশন সেভাবে কিছু জানায়নি বাজাজ। এ বিষয়ে আগামী ২৮ অক্টোবর জানা যাবে।