টাচস্ক্রিন ইউনিটটি খোলা হয়েছে নিঁখুতভাবে। ফলে এ বিষয়ে চোরের হাত বেশ পাকা বলেই মনে হচ্ছে। ক্রেটার এই টাচস্ক্রিন ইনফোসিস্টেম নতুন করে কিনে লাগাতে ৩৩,৫০০ টাকা খরচ হবে গাড়ি মালিকের। তাছাড়া জানলার কাঁচ বাবদ আরও খরচা আছে।
1/5গাড়ি রাস্তায় পার্ক করা ছিল। লক করা আছে চিন্তা কী! এমনটাই ভেবেছিলেন গাড়ির মালিক। কিন্তু গাড়ির কাঁচ তুলে লক করেও শান্তি নেই। কারণ এখন কাঁচ ভেঙে চুরি হয়ে যাচ্ছে গাড়ির টাচস্ক্রিন। ছবি: টুইটার (Twitter)
2/5এমনই আজব অভিজ্ঞতা হল এক গাড়ি মালিকের। তাঁর সাধের হুন্ডাই ক্রেটার কাঁচ ভেঙে টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম খুলে নিয়েছে চোরেরা। ছবি- টুইটার (Twitter)
3/5সম্ভবত এটি ক্রেটার SX বা SX (O) অটোম্যাটিক ভেরিয়েন্ট। এই ভেরিয়েন্টেই একটি ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম দেয় হুন্ডাই। কিন্তু সেটাও যে চুরি হতে পারে, তা বোধ হয় কেউ না দেখলে বিশ্বাস করবেন না। ছবি- টুইটার (Twitter)
4/5গাড়ির জানালা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে। তবে টাচস্ক্রিন ইউনিটটি খোলা হয়েছে নিঁখুতভাবে। ফলে এ বিষয়ে চোরের হাত বেশ পাকা বলেই মনে হচ্ছে। পাশের ডিজিটাল ড্রাইভার ডিসপ্লেও অক্ষত রয়েছে। ছবি- টুইটার (Twitter)
5/5চোরেরা খালি ইনফোটেইনমেন্ট সিস্টেমটাই খুলেছে। সেটার নাগাল পেতে প্রথমে এসির ভেন্ট দিয়ে সেন্টার কনসোল খুলেছে। তারপর সুন্দরভাবে বের করে নিয়েছে। ক্রেটার এই টাচস্ক্রিন ইনফোসিস্টেম নতুন করে কিনে লাগাতে ৩৩,৫০০ টাকা খরচ হবে গাড়ি মালিকের। তাছাড়া জানলার কাঁচ বাবদ আরও খরচা আছে। ছবি- হুন্ডাই (Twitter)