বাংলা নিউজ > টেকটক > হায় কপাল! গাড়ির কাঁচ ভেঙে টাচস্ক্রিন খুলে নিল চোরেরা

হায় কপাল! গাড়ির কাঁচ ভেঙে টাচস্ক্রিন খুলে নিল চোরেরা

টাচস্ক্রিন ইউনিটটি খোলা হয়েছে নিঁখুতভাবে। ফলে এ বিষয়ে চোরের হাত বেশ পাকা বলেই মনে হচ্ছে। ক্রেটার এই টাচস্ক্রিন ইনফোসিস্টেম নতুন করে কিনে লাগাতে ৩৩,৫০০ টাকা খরচ হবে গাড়ি মালিকের। তাছাড়া জানলার কাঁচ বাবদ আরও খরচা আছে।

অন্য গ্যালারিগুলি