Lava Agni 2 5G: বাজারে নতুন ফোন আনল লাভা। ৫জি স্মার্টফোনের সংখ্যা বাড়াচ্ছে সংস্থা। লাভার এই স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট রয়েছে। সেই সঙ্গে একটি FHD+ ডিসপ্লে পাবেন। অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 13 রয়েছে। এই ফোনের অন্যতম উল্লেখযোগ্য ফিচার হল 50 মেগাপিক্সেল-এর প্রাইমারি ক্যামেরা সেন্সর রয়েছে।
দাম
Lava Agni 2 5G-র দাম ২১,৯৯৯ টাকা। একটি রঙেরই অপশনে পাবেন। আগামী ২৪ মে থেকে Amazon.in-এ অনলাইনে এই ফোন কিনতে পারবেন। শুধু তাই নয়। এই স্মার্টফোনের সঙ্গে অগ্নি মিত্র পরিষেবাও পাবেন। সেটি কী?
Lava-র ফোন বললে বেশিরভাগ ব্যক্তিই কম দামের, বাজেট স্মার্টফোন বোঝেন। কিন্তু এবার প্রায় মিড বাজেট সেগমেন্টে প্রবেশ করছে সংস্থা। কিন্তু এমন ক্ষেত্রে ব্র্যান্ডের উপর মানুষের বিশ্বাস আনা প্রয়োজন। সেই কারণেই ডেডিকেটেড 'অগ্নি মিত্র' পরিষেবার কথা জানিয়েছে সংস্থা। মোদ্দা কথা হল, ফোনে কোনও সমস্যা হলেই গ্রাহক পরিষেবায় সেটি জানানো যাবে। আর এর পরেই ফোন রিপ্লেস করে দেওয়া হবে।
লঞ্চ অফারে বিভিন্ন ডেবিট এবং ক্রেডিট কার্ডে ২,০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন।
ডিসপ্লে
লাভা অগ্নি 2 5G-তে 1080x2400 পিক্সেল রেজোলিউশনের 6.78-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে পাবেন। ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট এবং 950 নিট পর্যন্ত সর্বোচ্চ ব্রাইটনেস পাবেন।
RAM ও ইন্টারনাল স্টোরেজ
এর পাশাপাশি 8GB RAM পাবেন। সেই সঙ্গে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 চিপসেট রয়েছে। 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম চালিত। দুই বছরের জন্য অ্যান্ড্রয়েড OS আপডেট এবং ৩ বছরের সিকিউরিটি আপডেট পাবেন।
ক্যামেরা
স্মার্টফোনে f/1.88 অ্যাপারচার সহ 50MP প্রাইমারি সেন্সর রয়েছে। সেই সঙ্গে একটি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি ডেপথ এবং একটি ম্যাক্রো সেন্সর সহ কোয়াড রিয়ার ক্যামেরা রয়েছে। ফ্রন্টে একটি 16MP সেলফি ক্যামেরা পাবেন।
ব্যাটারি
লাভা অগ্নি 2-তে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। 66W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ একটি ৪,৭০০ mAh ব্যাটারি সাপোর্ট রয়েছে। সংস্থার দাবি, স্মার্টফোনটি মাত্র ১৬ মিনিটেই ৫০% চার্জ হয়ে যাবে।