ইলেকট্রিক গাড়ি-টু হুইলার ভবিষ্যত নয়। বর্তমানেরই প্রযুক্তি এটি। আগামী দুই বছরের মধ্যেই ইলেকট্রিক যান ও পেট্রল যানের দাম সমান হয়ে যাবে। লোকসভায় এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় সড়ক ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি।
২০২২-২৩ সালের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের জন্য অনুদানের দাবিতে লোকসভায় প্রশ্ন তোলা হয়। তার জবাবেই এমনটা জানালেন তিনি।
গড়করি বলেন, লিথিয়াম-আয়ন ব্যাটারির দাম দ্রুত কমছে। আমরা জিঙ্ক-আয়ন, অ্যালুমিনিয়াম-আয়ন, সোডিয়াম-আয়ন ব্যাটারি তৈরি করছি। সর্বোচ্চ দুই বছরের মধ্যে ইলেকট্রিক স্কুটার, গাড়ি, অটোরিকশার দাম পেট্রল চালিত স্কুটার, গাড়ি, অটোরিকশার সমান হবে।
তিনি জানান, এর ফলে যে শুধু দূষণ কমবে, এমনটা ভাবলে ভুল হবে। বরং পেট্রলের তুলনায় বৈদ্যুতিক গাড়ি চালানোর খরচও সামান্য। তাঁর দাবি, পেট্রল গাড়িতে যেটায় ১০০ টাকার তেল ভরতে হয়, সেখানে ১০ টাকার চার্জেই সমান রাস্তা ছুটবে ইলেকট্রিক গাড়ি-স্কুটার।
তবে শুধু ইলেকট্রিকই নয়। তার পাশাপাশি হাইড্রোজেন প্রযুক্তি গ্রহণেরও আহ্বান জানান কেন্দ্রীয় মন্ত্রী। নর্দমা, নালার জল থেকেই সবুজ হাইড্রোজেন উত্পাদন করা সম্ভব বলে জানান তিনি। এ বিষয়ে সাংসদদের নিজ নিজ এলাকায় উদ্যোগ নেওয়ার অনুরোধ করেন গড়করি।
ইতিমধ্যেই হাইড্রোজেন গাড়ির বিষয়ে দেশে পাইলট প্রকল্প শুরু হয়েছে। টয়োটা কিলোস্কর মোটর টয়োটা মিরাই গাড়িতে এই ইঞ্জিন বসিয়েছে। হাইড্রোজেন জ্বালানিতে গাড়ি চালাতে কিলোমিটারে ১ টাকারও কম খরচ হবে বলে জানালেন তিনি।