অশোক লেল্যান্ডের বৈদ্যুতিক যানবাহন তৈরির সংস্থা সুইচ মোবিলিটি। তারাই এই বাস তৈরি করেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এই আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গি বজায় রেখে এই উদ্যোগ। আগামিদিনে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার একটি উপায় এটি।
1/4মুম্বইয়ের রাস্তায় নামল ভারতের প্রথম বৈদ্যুতিক ডাবল-ডেকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকড়ি বাসটির উদ্বোধন করেন। বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (BEST) এই ঝাঁ চকচকে দ্বিতল বাসটি চালাবে। ২০২৩ সালের মাঝামাঝি মুম্বইজুড়ে আরও অনেক বৈদ্যুতিক ডাবল-ডেকার চালু হয়ে যাবে বলে জানানো হয়েছে। ছবি- টুইটার (PTI)
2/4নীতিন গডকড়ি টুইটারে লঞ্চের ঘোষণা করেন। তাঁর টুইট অনুযায়ী, অশোক লেল্যান্ডের তৈরি বাস এটি। অশোক লেল্যান্ডের বৈদ্যুতিক যানবাহন তৈরির সংস্থা সুইচ মোবিলিটি। তারাই এই বাস তৈরি করেছে। ছবি- টুইটার (PTI)
3/4পর্যায়ক্রমে মুম্বইতে মোট ৯০০টি বৈদ্যুতিক বাস সরবরাহ করবে সংস্থা। এর মধ্যে ৫০ শতাংশ বাস ২০২৩ সালের মার্চের মধ্যেই এসে যাবে। বাকি ৫০ শতাংশ তার পরে। ছবি- টুইটার (PTI)
4/4কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী বলেন, এই আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গি বজায় রেখে এই উদ্যোগ। আগামিদিনে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার একটি উপায় এটি। ছবি-পিটিআই (PTI)