টাটা গোষ্ঠী 4G এবং 5G-র জন্য আধুনিক প্রযুক্তি পরিকাঠামো তৈরির বিষয়ে কাজ করেছে। 'লোকমত মহারাষ্ট্রিয়ান অফ দ্য ইয়ার ২০২২' অনুষ্ঠানে যোগ দিয়ে এই বিষয়ে জানান গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন।
1/5টাটা গ্রুপের 5G ক্ষেত্রে প্রবেশের কোনও পরিকল্পনা নেই। কয়েক বছর আগে লোকসানের কারণে ভোক্তা টেলিকমের ব্যবসা থেকে বেরিয়ে গিয়েছে সংস্থা। এমনটাই জানালেন গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। ছবি (সৌজন্য ফেসবুক) (REUTERS/Phil Noble)
2/5এর আগে টাটার ডোকোমো নামের উপভোক্তা কেন্দ্রীয় টেলিকম ব্যবসা ছিল। সেটিতে তুমুল লোকসানের শিকার হয়েছিল টাটা গোষ্ঠী। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) (REUTERS/Phil Noble)
3/5তবে তিনি এটিও স্পষ্ট করেন যে, টাটা গোষ্ঠী 4G এবং 5G-র জন্য আধুনিক প্রযুক্তি পরিকাঠামো তৈরির বিষয়ে কাজ করেছে। 'লোকমত মহারাষ্ট্রিয়ান অফ দ্য ইয়ার ২০২২' অনুষ্ঠানে যোগ দিয়ে এই বিষয়ে জানান তিনি। ফাইল ছবি: রয়টার্স (REUTERS/Phil Noble)
4/56G-তেও বিনিয়োগ করছে টাটা গোষ্ঠী। এই বিষয়ে প্রযুক্তি নির্মাণে সাহায্য করছে সংস্থা। তবে সরাসরি উপভোক্তা কেন্দ্রীক ব্যবসার কোনও ইচ্ছা নেই তাদের। ছবি: রয়টার্স (REUTERS/Phil Noble)
5/5তিনি বলেন, টাটা গোষ্ঠীর এই প্রযুক্তি সম্পূর্ণরূপে দেশে নির্মিত। আগামিদিনে এই প্রযুক্তি বৃহৎ পরিসরে ব্যবহারের জন্য পরীক্ষা করা হবে। ইতিমধ্যেই এই বিষয়ে কাজ অনেকটা এগিয়ে গিয়েছে বলে জানান চন্দ্রশেখরন। (ছবি সৌজন্যে রয়টার্স) (REUTERS/Phil Noble)