JioMart on WhatsApp: একটি 'Hi' লিখে পাঠালেই যথেষ্ট। তারপর সঙ্গে সঙ্গে রিপ্লাই পেয়ে যাবেন। এরপর খুব সহজেই হোয়াটসঅ্যাপেই অর্ডার করা যাবে।
1/5Whatsapp-এ মেসেজ করলেই হল। খালি চ্যাট করেই বাজার করা হয়ে যাবে। এমনই নতুন ফিচার আনল JioMart। ছবি- টুইটার (Twitter)
2/5সোমবার রিলায়েন্সের বার্ষিক সভা ছিল। আর তাতেই Meta-র সঙ্গে এই নতুন ফিচারের কথা জানাল জিও মার্ট। নিজে এই বিষয়ে প্রেজেন্টেশন দিলেন জিওমার্টের প্রধান ঈশা আম্বানি। ছবি- রিলায়েন্স (Twitter)
3/5এই একই বিষয়ে পোস্ট করেছেন ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গও। তিনি জানান, ভারতে JioMart-এর সঙ্গে আমাদের নতুন অংশীদারিত্ব নিয়ে আমি খুবই উৎসাহিত। এই প্রথম এমন এন্ড-টু-এন্ড শপিংয়ের অভিজ্ঞতা মিলবে Whatsapp-এ। ছবি- ফেসবুক (Twitter)
4/5কীভাবে অনলাইনে জিওমার্ট থেকে কেনাকাটা হবে?এর জন্য জিওমার্টের নম্বর +917977079770 সেভ করে নিতে হবে। ছবি- জিওমার্ট (Twitter)
5/5এরপরের ধাপটি খুব সহজ। একটি 'Hi' লিখে পাঠালেই যথেষ্ট। তারপর সঙ্গে সঙ্গে রিপ্লাই পেয়ে যাবেন। এরপর খুব সহজেই হোয়াটসঅ্যাপেই অর্ডার করা যাবে। পুরো বিষয়টা ডেমো দিয়ে দেখান ঈশা আম্বানি। প্রতীকী ছবি : পিটিআই (Twitter)