লাতিন আমেরিকা, দক্ষিণ এশিয়া, ইউরোপীয় ইউনিয়নের দেশেও আগামিদিনে পৌঁছে যেতে চাইছে ওলা ইলেকট্রিক।
1/5ভারতের পর এবার নেপালে পা রাখছে ওলা ইলেকট্রিক। ২০২২ সালের শেষেই ভারতের প্রতিবেশী রাষ্ট্রে ই-স্কুটারের বিক্রি শুরু করবে ওলা। ছবি : ওলা (Ola)
2/5সংস্থার প্রধান ভাবিশ আগরওয়াল টুইটারে এই বিষয়ে জানিয়েছেন। তিনি জানান, শুধু নেপালই নয়। লাতিন আমেরিকা, দক্ষিণ এশিয়া, ইউরোপীয় ইউনিয়নের দেশেও আগামিদিনে পৌঁছে যেতে চাইছে ওলা ইলেকট্রিক। ফাইল ছবি- মিন্ট (Ola)
3/5যদিও ভারতে সময়টা ভাল যাচ্ছে না ওলার। প্রথম ও একমাত্র ই স্কুটার Ola S1 Pro র সেভাবে বিক্রি নেই। প্রথমে রেকর্ড বিক্রি হলেও, পরে খারাপ রিভিউ, দুর্ঘটনার জেরে তলানিতে সেলস। ছবি : ওলা (Ola)
4/5তবে নিজেদের নতুন করে গড়ে তুলতে মরিয়া সংস্থা। ইতিমধ্যেই কর্ণাটকে বিশাল ব্যাটারি সেল উত্পাদন কেন্দ্র গড়ছে সংস্থা। ছবি- ওলা (Ola)
5/5শুধু টু হুইলারই নয়। আগামিদিনে চার চাকার গাড়িও আনা হবে বলে জানিয়েছে ওলা ইলেকট্রিক। এই বিষয়ে টিজারও প্রকাশ করেছে সংস্থা। ফাইল ছবি- মিন্ট (Ola)