Ola Electric Car: ভাবিশ জানিয়েছেন, ইলেকট্রিক গাড়িটিতে একটি সম্পূর্ণ কাঁচের ছাদ থাকবে। চাবি ছাড়াই সব চালনা হবে। অ্যাসিস্টেড ড্রাইভ টেকনোলজির মতো ফিচার থাকবে। অনেকে এতে টেসলার গন্ধও পাচ্ছেন।
1/8সোমবার এ বিষয়ে জানান সংস্থার সিইও ভাবিশ আগরওয়াল। তিনি জানান, এটা ওলার S1 স্কুটারের পর থেকে সবচেয়ে বড় উদ্যোগ। আগামী ২০২৪ সালে ওলা তার প্রথম ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে বলে জানা গিয়েছে। দাবি করা হচ্ছে, এঠি দেশের দ্রুততম ব্যাটারিচালিত গাড়ি হতে চলেছে। ছবি: ওলা (Ola)
2/8ভাবিশ জানিয়েছেন, ইলেকট্রিক গাড়িটিতে একটি সম্পূর্ণ কাঁচের ছাদ থাকবে। চাবি ছাড়াই সব চালনা হবে। অ্যাসিস্টেড ড্রাইভ টেকনোলজির মতো ফিচার থাকবে। অনেকে এতে টেসলার গন্ধও পাচ্ছেন। ছবি: ওলা (Ola)
3/8এর আগেও 'বড় পরিকল্পনা'র বিষয়ে জানিয়েছিলেন সংস্থার সিইও। ভাবিশ বিভিন্ন আলোচনায় বলেছিলেন যে, স্কুটার প্রথম ধাপ মাত্র। আগামিদিনে ইলেকট্রিক চার-চাকার জগতেও প্রবেশ করবে ওলা। ছবি: ওলা (Ola)
4/8গাড়ির বিষয়ে একটুও মন্থর হতে নারাজ সংস্থা। ইতিমধ্যেই কর্ণাটকে ব্যাটারি ডেভলপমেন্টের জন্য বিশাল কেন্দ্র খুলেছে তারা। সেখানে বিপুল হারে কর্মী নিয়োগ হচ্ছে। উল্লেখ্য, একইসঙ্গে ওলা তার ক্যাবের কারবারে খরচ কমাচ্ছে। সেখানে কমানো হচ্ছে কর্মীর সংখ্যা। অর্থাত্ ইলেকট্রিক ভিহেকল-ই ওলার আগামিদিনের পরিচয় হতে চলেছে। ছবি; ওলা (Ola)
5/8ওলার দাবি, তাদের ইলেকট্রিক গাড়িটি এক চার্জেই ৫০০ কিলোমিটার পাড়ি দেবে।ছবি; ওলা (Ola)
6/8গতির দিক থেকেও গাড়িটি দেশের সবচেয়ে ‘স্পোর্টি’ হবে বলে দাবি করেছেন ভাবিশ। টিজার অনুযায়ী, মাত্র ৪ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতি তুলবে এই ইলেকট্রিক গাড়ি। ছবি: ওলা (Ola)
7/8ইউটিউবে সোমবার পোস্ট করা ভিডিয়োয় তাঁদের ডেভেলপ করা ব্যাটারি ইউনিটও দেখান ভাবিশ। ছবি: ওলা (Ola)
8/8বর্তমানে বাজারে ইলেকট্রিক গাড়ির অপশন বেশ সীমিত। টাটার নেক্সন ইভি, হুন্ডাই কোনার মতো গাড়িগুলি মধ্যবিত্তের সাধ্যের বাইরে। ফলে ওলার ক্ষেত্রে দাম নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে। দামের ব্যাপারে যদিও এখনও কিছু জানায়নি সংস্থা। ছবি : রয়টার্স (Ola)