অবশেষে কেউ কেউ Ola S1-এর টেস্ট রাইডের সুযোগ পাচ্ছেন। চলতি মাসেই সেটা শুরু হয়েছে। মোটামুটি সন্তোষজনক রিভিউ-ই দিচ্ছেন অনেকে। অনেকে ভূয়সী প্রশংসাও করেছেন। আর তাই শুনেই ওলা সিইও ভাবিশ আগরওয়াল মজা করে বললেন, 'অব রুলাওগে কেয়া?'(কাঁদাবে নাকি!)
টুইটারে একের পর এক টেস্ট রাইডের রিভিউ শেয়ার করছেন ভাবিশ। বিভিন্ন শহরে আগ্রহী ব্যক্তিরা এই টেস্ট রাইড করে রিভিউ দিয়েছেন। এমনই এক পজিটিভ রিভিউ দেন দিল্লির দুই ব্যক্তি। আর তাতেই এমন মন্তব্য ভাবিশের।
দেখুন সেই ভিডিয়ো রিভিউ:
দিল্লির ওই দুই ব্যক্তি ওলার স্কুটারের দারুণ প্রশংসা করেছেন। চোখ বন্ধ করে কিনে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা। দামী মোটরসাইকেল, বাজারের সমস্ত স্কুটারের থেকেও ওলার ইলেকট্রিক স্কুটারের স্পিড, পিকআপ বেশি বলে দাবি করেছেন তাঁরা। তাঁদের সেই ভিডিয়োই শেয়ার করেছেন ভাবিশ।
কলকাতাতেও ইতিমধ্যে ওলা S1-এর টেস্ট রাইড করেছেন কেউ কেউ। এর মধ্যেই নবারুণ বলে এক ব্যক্তি স্কুটারটির প্রশংসা করেছেন। তাঁর দারুণ অভিজ্ঞতা হয়েছে বলে জানান তিনি। স্কুটারটির ব্যালেন্স খুবই ভাল বলে জানান তিনি।
তবে এরই মধ্যে কমেন্টে অনেকে অন্য দাবি করেছেন। অনেকের দাবি, সাধারণ মানুষ নয়, অটোমোবাইল সাংবাদিক যাঁরা, তাঁদের রিভিউ করতে দিক ওলা। যেহেতু তাঁদের বিভিন্ন ধরণের মোটরসাইকেল, স্কুটার চালানোর অভিজ্ঞতা আছে, তাই তাঁদের রিভিউ অনেক বেশি তাত্পর্যপূর্ণ হবে।
Ola S1 ই-স্কুটার নিয়ে আপনার কী মতামত? জানান কমেন্টে।
আরও পড়ুন: Ola S1 ই-স্কুটারের ফিচার্স/স্পেসিফিকেশন, দাম জানতে ক্লিক করুন এইখানে