স্বাধীনতা দিবসে ভারতের বাজারে এসেছে ওলা ইলেকট্রিকের প্রথম স্কুটার S1 । এর আগে থেকেই যদিও ৪৯৯ টাকায় প্রি-বুকিং শুরু হয়েছিল।
এর কী কী ফিচার প্রকাশিত হয়েছে? দামই বা কত? দেখে নিন এক নজরে:
টপ স্পিড : ১১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।
তিনটি ড্রাইভিং মোড : নর্মাল, স্পোর্ট এবং হাইপার।
০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা : ৩ সেকেন্ড।
ড্রাইভিং রেঞ্জ : ১৮১ কিলোমিটার।
৫০% চার্জ দিতে সময় লাগে ১৮ মিনিট। আর তাতেই টানা ৭৫ কিলোমিটার চালানো যাবে।
ডিসপ্লে : ৭ ইঞ্চির ডিসপ্লে। তাতে থাকছে অক্টা কোর চিপসেট ও ৩ জিবি RAM
অন্যান্য স্কুটারের মতোই সিটের নিচে বুট। এতটাই বড় যে দুটি হেলমেট ধরে যাবে।
ফোনে একটি অ্যাপ থাকবে। তার মাধ্যমেই অটোম্যাটিক লক-আনলক করা যাবে।
স্পিকার আছে। এর মাধ্যমে ফোন কানেকটেড থাকলে সহজেই কল রিসিভ করা যাবে।
প্রাথমিকভাবে দেশে ১০০০টি শহরে ওলার স্কুটার ডেলিভারি শুরু হবে।
Ola S1-এর দাম : ৯৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)
Ola S1 Pro-র দাম : ১,২৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)