Ola S1 Scooter: ০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টার গতিবেগ তুলতে মাত্র ৩ সেকেন্ড সময় নেয়। সংস্থার দাবি, এক চার্জেই ওলা এস ওয়ান প্রায় ১৪১ কিলোমিটার যেতে সক্ষম।
1/6আগামিকাল, ১ সেপ্টেম্বর ফের ওলা S1 স্কুটারের পার্চেস উইন্ডো ওপেন হচ্ছে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে ডেলিভারি শুরু হবে বলে জানিয়েছে ওলা। ছবি- ওলা (Ola)
2/6ওলা S1 এর টপ স্পিড ১১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। তিনটি ড্রাইভিং মোড পাবেন, নর্মাল, স্পোর্ট এবং হাইপার। ফাইল ছবি- মিন্ট (Ola)
3/6০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টার গতিবেগ তুলতে মাত্র ৩ সেকেন্ড সময় নেয়। সংস্থার দাবি, এক চার্জেই ওলা এস ওয়ান প্রায় ১৪১ কিলোমিটার যেতে সক্ষম। ফাইল ছবি- মিন্ট (Ola)
4/6৫০% চার্জ দিতে মাত্র ১৮ মিনিট সময় লাগে। আর তাতেই টানা ৭৫ কিলোমিটার চালানো যায়। ফাইল ছবি- মিন্ট (Ola)
5/6দারুণ স্পেসিফিকেশনের জেরে এক সময়ে দারুণ হাইপ ছিল ওলার এই ইলেকট্রিক স্কুটারের। যদিও সাম্প্রতিক অতীতে সোশ্যাল মিডিয়ায় একাধিক সমালোচনা ভাইরাল হয়। কখনও স্কুটারে আগুন লাগা, কখনও বা সাসপেনশন ভেঙে যাওয়ার ছবি পোস্ট করেছেন ব্যবহারকারীরা। (ছবি সৌজন্যে টুইটার ভিডিয়ো) (Ola)
6/6এ হেন সমস্যাগুলি ওলা কাটিয়ে উঠতে পারে কিনা, এখন সেটাই দেখার। ছবি : ওলা (Ola)