বাজারে তিনটি নতুন প্রোডাক্ট আনল OnePlus। দুটি নতুন স্মার্টফোন এবং একটি ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস।
দুটি নতুন ফোন হল OnePlus 10R এবং Nord CE 2 Lite। দুটিই 5G স্মার্টফোন।
এর পাশাপাশি Nord বাডস সিরিজের একটি নতুন TWS ইয়ারবাডস লঞ্চ করেছে। গত ২৮ এপ্রিল মোর পাওয়ার টু ইউ' ইভেন্টে এগুলি প্রকাশ করা হয়েছিল।
OnePlus 10R-এর অন্যতম উল্লেখযোগ্য ফিচার হল এর 150W ফাস্ট চার্জিং। এত বেশি ফাস্ট চার্জিং-সহ প্রথম স্মার্টফোন এটি। অন্যদিকে Nord CE 2 Lite-এ মিড-সেগমেন্টেই 120Hz রিফ্রেশ রেটের মতো ফিচার্স পাবেন।
OnePlus 10R, Nord CE 2 Lite এবং Nord Buds কোম্পানির ওয়েবসাইট এবং অফলাইন স্টোরের মাধ্যমে Amazon-এর মাধ্যমে কেনা যাবে।
OnePlus 10R 5G
OnePlus 10R 5G-তে একটি হাইপারবুস্ট গেমিং ইঞ্জিন পাবেন। রয়েছে ১২ GB RAM এবং ২৫৬ GB ইন্টারনাল স্টোরেজ। প্রসেসর হিসাবে পাবেন MediaTek Dimensity 8100 Max।
OnePlus-এর ক্ষেত্রে ক্যামেরা নিয়ে সকলের আগ্রহ থাকে। নতুন OnePlus 10R-এ একটি 50MP রেজোলিউশন ক্যামেরা রয়েছে। Sony IMX766 সেন্সর। এর সঙ্গে একটি 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি 2MP ম্যাক্রো সেন্সর রয়েছে। থাকছে একটি ১৬ MP সেলফি ক্যামেরা।
OnePlus 10R-তে একটি ৬.৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে পাবেন। 120Hz রিফ্রেশ রেট। ৪,৫০০ mAh ব্যাটারি রয়েছে। এত দামে এটা অনেক কম মনে হতে পারে। কিন্তু এর জন্যই 150W ফাস্ট চার্জার (শুধুমাত্র এন্ডিওরান্স এডিশনে) সাপোর্ট দেওয়া হয়েছে। তবে অন্য দুই মডেলে 80W ফাস্ট চার্জার সাপোর্টেড সমর্থিত ৫,০০০ mAh ব্যাটারি রয়েছে।
এক নজরে দেখে নিন OnePlus 10R 5G-এর স্পেসিফিকেশনস:
RAM : ১২ GB
Internal Memory : ১২৮/২৫৬ GB
Processor : মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ম্যাক্স
ব্যাটারি : ৫,০০০ mAh
ডিসপ্লে : ৬.৭ ইঞ্চি
রিয়ার ক্যামেরা : ৫০+৮+২ MP
ফ্রন্ট ক্যামেরা : ১৬ MP
OS: অক্সিজেন OS 12.1
দাম (OnePlus 10R 5G Price) : দাম ৩৮,৯৯৯ টাকা (8GB + 128GB)।
আপনি কি সম্প্রতি নতুন কোনও স্মার্টফোন কিনেছেন? জানান আপনার ইউজার এক্সপিরিয়েন্স, আমাদের কমেন্ট সেকশনে।