এখনও পর্যন্ত ওয়ানপ্লাস তার Nord 2T 5G ফোনের স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে জানা গিয়েছে যে, নতুন ফোনটি ৮ জিবি ও ১২ জিবি RAM-এর অপশনে পাওয়া যাবে। ইন্টারনাল স্টোরেজ থাকবে ১২৮ জিবি এবং ২৫৬ জিবি।
শীঘ্রই বাজারে আসছে OnePlus Nord 2T 5G । ওয়ানপ্লাসের নর্ড সিরিজের এই নয়া ফোন আগামী ২৭ জুন লঞ্চ হবে। সেল শুরু হওয়ার কথা আগামী ৩-৫ জুলাইয়ের মধ্যে। যদিও লিকস্টার অভিষেক যাদব বলছেন, তার আগেই, ১ জুলাইতেই ভারতের বাজারে এসে যেতে পারে ওয়ান প্লাসের নয়া স্মার্টফোন।
এখনও পর্যন্ত ওয়ানপ্লাস তার Nord 2T 5G ফোনের স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে জানা গিয়েছে যে, নতুন ফোনটি ৮ জিবি ও ১২ জিবি RAM-এর অপশনে পাওয়া যাবে। ইন্টারনাল স্টোরেজ থাকবে ১২৮ জিবি এবং ২৫৬ জিবি।
নতুন OnePlus Nord 2T 5G-র দাম ২৮,৯৯৯ টাকা থেকে ৩৩,৯৯৯ টাকার মধ্যে হতে পারে বলে জানা গিয়েছে। যদিও এ বিষয়ে সংস্থা এখনও কিছু জানায়নি। তবে শীঘ্রই অফিসিয়াল টিজাল লঞ্চ করতে পারে ওয়ান প্লাস।