ভারতে আর কয়েকদিনের মধ্যেই Oppo A57 লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে। সেই লঞ্চের আগেই, এর স্পেসিফিকেশন্স এবং দামের তথ্যও ফাঁস হল অনলাইনে।
Oppo A57 আগেই থাইল্যান্ডে লঞ্চ হয়েছে। ভারতের মডেলেও একই ধরনের স্পেসিফিকেশন থাকবে বলে মনে করা হচ্ছে। থাকছে MediaTek Helio G35 SoC প্রসেসর। সেই সঙ্গে কম দামের এই স্মার্টফোনে 8 GB পর্যন্ত RAM পেয়ে যাবে।
আসুন জেনে নেওয়া যাক Oppo A57-এর সম্ভাব্য দাম এবং ফিচার্স :
ভারতে Oppo A57-এর দাম (সম্ভাব্য)
91Mobiles-এর রিপোর্ট অনুযায়ী, ভারতে Oppo A57-র দাম ১৩,৫০০ টাকা থেকে শুরু হতে পারে। এগুলি ছাড়াও সাম্প্রতিক লিক অনুযায়ী স্মার্টফোনটি ভারতে গ্লোয়িং ব্ল্যাক, গ্লোয়িং গ্রিন এবং সানসেট অরেঞ্জ রঙের অপশনে পাওয়া যেতে পারে। Oppo-র এই স্মার্টফোন দুটি কনফিগারেশনে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে - 4GB RAM + 64GB স্টোরেজ এবং 6GB RAM + 128GB স্টোরেজ।
Oppo A57 এর স্পেসিফিকেশন
Oppo A57-তে একটি ৬.৫৭-ইঞ্চি HD+ (৭২০x১৬১২ পিক্সেল) ডিসপ্লে থাকতে পারে। স্মার্টফোনটিতে MediaTek Helio G35 প্রসেসর থাকছে। সেই সঙ্গে 8GB পর্যন্ত RAM (এক্সপ্যান্ডেবল RAM সহ) থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটিতে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে মনে করা হচ্ছে। একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স রয়েছে।
ফোনটির সামনের দিকে ওয়াটারড্রপ-স্টাইলের নচে সেলফি এবং ভিডিয়ো কলের জন্য একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।