Reno 8 এবং Reno 8 Pro নামের দু'টি স্মার্টফোন আনছে Oppo। আগামী ১৮ জুলাই সন্ধ্যা ৬ টায় নতুন ফোন লঞ্চ করবে সংস্থা। Oppo এই লঞ্চের আগে ভারতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে একটি আলাদা ডেডিকেটেড ওয়েবপেজ তৈরি করা হয়েছে।
লঞ্চের আগে Oppo Reno 8 সিরিজের বিষয়ে Flipkart-এও ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র ফ্লিপকার্টের মাধ্যমেই নতুন ফোন দু'টি পাওয়া যাবে। ভারতে Oppo Reno 8 সিরিজের দাম শুরু হতে পারে ৩০ হাজার টাকা থেকে। ওপো রেনো ৮ প্রোয়ের দাম ৪৫,০০০ টাকা থেকে শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে, দামের বিষয়ে এখনও কিছু জানায়নি ওপো।
Oppo Reno 8-এর জন্য দুটি রঙের অপশন থাকবে, শিমার ব্ল্যাক এবং শিমার গোল্ড। অন্যদিকে প্রো মডেলটিতে গ্লেজড ব্ল্যাক এবং গ্লেজড গ্রিন অপশন থাকবে।
Flipkart-এ Oppo-র লিস্টিং অনুযায়ী ফোনটিতে 4K আল্ট্রা নাইট ভিডিয়ো ক্যাপচারিং থাকবে। সেই সঙ্গে Sony IMX766 এবং Sony IMX709 ক্যামেরা সেন্সর থাকবে। সোনির এই সেন্সরগুলি এখন বেশ কিছু স্মার্টফোন ব্যবহার করছে। এগুলি কম আলোতেও ভালো ছবি তোলার জন্য ডিজাইন করা।
তাছাড়া এই দুই মডেলেই মারিসিলিকন NPU চিপ রয়েছে। এই চিপের কারণে আরও ভালো ছবি ও ভিডিয়ো প্রসেসিং হবে বলে দাবি নির্মাতাদের।
ওপো রেনো এইটে স্ন্যাপড্র্যাগন সেভেন্থ জেন ওয়ান চিপসেট থাকবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে প্রো মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ চিপ থাকতে পারে। এই একই চিপসেট মূল সংস্থার আরও দুই ব্র্যান্ড- ওয়ানপ্লাস এবং রিয়ালমিতে ব্যবহার করা হয়।