পেটিএম ব্যবহারকারীদের জন্য দারুণ সুবিধা! এবার থেকে এই অ্যাপ ব্যবহার করে ভারতের বাইরেও কিছু নির্বাচিত দেশে ইউপিআই-এর মাধ্যমে টাকার লেনদেন করতে পারবেন তাঁরা। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, যে 'ওয়ান৯৭ কমিউনিকেশনস লিমিটেড' (ওসিএল) পেটিএম-এর মালিক, তারাই এই ব্যবস্থা করেছে।
সংস্থার তরফে এই বিষয়ে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে - মূলত, ভারতীয় ভ্রমণার্থী ও পর্যটকদের জন্য এই বন্দোবস্ত করা হয়েছে। যাতে তাঁরা বিদেশে গিয়েও সহজে অনলাইন (ইউপিআই) লেনদেন চালাতে পারেন।
যদি সংশ্লিষ্ট দেশের সেই ব্যবসায়িক সংস্থায় ইউপিআই গ্রহণযোগ্য হয়, তাহলে এই নয়া ব্যবস্থাপনার সুবিধা নিতে পারবেন তাঁরা। তবে, আপাতত বিশ্বের কিছু নির্বাচিত দেশেই এই পরিষেবা ব্যবহার করতে পারবেন ভারতীয় পর্যটকরা।
এই দেশগুলি হল - সংযুক্ত আরব আমিরশাহী, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, ফ্রান্স, মরিশাস, ভুটান এবং নেপাল।
সংস্থার তরফে আরও জানানো হয়েছে, এই দেশগুলিতে যেকোনও জায়গায় (যেখানে ইউপিআই পরিষেবা গ্রাহ্য করা হয়) পেটিএম ব্যবহার করতে পারবেন তাঁরা। যার মধ্যে রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া থেকে শুরু করে বাজার করা বা অন্যান্য সমস্ত কাজই রয়েছে।
এর জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের অবশ্য পেটিএম অ্যাপ ব্যবহার করেই ইউপিআই ইন্টারন্যাশনাল নামক ব্যবস্থাপনাটি সেট করতে হবে। একটি ওয়ান টাইম অ্যাক্টিভেশন লিঙ্কের মাধ্যমে সেই ব্যবস্থাপনার সঙ্গে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জুড়ে যাবে।
এরপর যখনই বিদেশের মাটিতে গ্রাহক তাঁর পেটিএম অ্যাপ ব্যবহার করে কোনও ইউপিআই-এনাবেলড কিউআর কোড স্ক্য়ান করবেন, সঙ্গে সঙ্গে সেই অ্য়াকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা ট্রান্সফার হয়ে যাবে।
এই পরিষেবা একবারে ১ থেকে ৯০ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন ইউজাররা। তাঁরা কত দিনের জন্য বিদেশে থাকবেন, তার উপর নির্ভর করেই এই পরিষেবা ব্যবহারের জন্য সময়সীমা নির্ধারণ করতে হবে।
তাছাড়া, একবার এই পরিষেবা চালু করার পর, যখনই ইচ্ছা হবে গ্রাহক তা বন্ধ করতে পারবেন। বস্তুত, গ্রাহক না চাইলে এই পরিষেবার আওতায় একটি পয়সাও ট্রান্সফার হবে না। কর্তৃপক্ষের আশা, এর ফলে ভুলবশত টাকা ট্রান্সফারের ঘটনা কমবে।
শুধু তাই নয়। যখন বিদেশের মাটিতে এভাবে পেটিএম অ্যাপ ব্যবহার করা হবে, সেই মুহূর্তে সেখানেই সেদিনের মুদ্রা বিনিময়ের হার জানতে পারবেন গ্রাহক। এবং যদি এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফে কোনও ফি কাটা হয়, তাহলে সেটিও পূর্ণ স্বচ্ছতার সঙ্গে করা হবে।