বাংলা নিউজ > টেকটক > PhonePe: ফোন পে-তে এল নতুন ফিচার! বিদেশে গিয়েও করা যাবে টাকা পেমেন্ট

PhonePe: ফোন পে-তে এল নতুন ফিচার! বিদেশে গিয়েও করা যাবে টাকা পেমেন্ট

'UPI ইন্টারন্যাশনাল'-এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরশাহী, সিঙ্গাপুর, মরিশাস, নেপাল এবং ভুটানের মার্চেন্টদের পেমেন্ট করা যাবে। স্থানীয় QR কোড ব্যবহার করেই টাকা মেটানো যাবে। অর্থাত্ একেবারে ভারতে যেভাবে পেমেন্ট করেন, সেভাবেই হবে পুরো ব্যাপারটা।