Xiaomi থেকে OnePlus, একধাক্কায় দাম কমল এই ৫ স্মার্টফোনের, দেখে নিন একনজরে
Updated: 03 Apr 2023, 03:45 PM ISTকম দামে মিডরেঞ্জের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? সেক্ষেত্রে এখন বেশ ভাল সুযোগ রয়েছে। সম্প্রতি বেশ কিছু বড় কোম্পানি তাদের স্মার্টফোনের দাম কমিয়েছে। এই তালিকায় রয়েছে OnePlus, Xiaomi এবং Motorola-র মতো ফোন। দাম কমার কারণে এই ফোনগুলি আগের তুলনায় অনেক সস্তা হয়ে গিয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি