এই নতুন প্রতারণায় আপনার অ্যাকাউন্টে প্রথমে ইচ্ছা করে টাকা পাঠানো হবে। একেবারে অচেনা কোনও নম্বর থেকে। এরপর সেই ব্যক্তি ফোন করে আপনাকে টাকা ফেরত দিতে অনুরোধ করবে। বলবে, 'ভুল করে আপনার নম্বরে পাঠানো হয়ে গিয়েছে। দয়া করে যদি টাকাটা ফেরত পাঠান।'
1/6নতুন ধরনের আর্থিক কেলেঙ্কারির কেলেঙ্কারির শিকার হচ্ছেন বহু মানুষ! গত ১৬ দিনে মুম্বইয়ের প্রায় ৮১ জন ব্যক্তির থেকে মোট ১ কোটি টাকারও বেশি লুঠের অভিযোগ জমা পড়েছে। এক অভিনব পদ্ধতিতে এই ব্যাঙ্ক জালিয়াতি করা হচ্ছে। অনলাইন টাকা পাঠানোর অ্যাপ ব্যবহার করে এই প্রতারণা করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/6এই নতুন প্রতারণায় আপনার অ্যাকাউন্টে প্রথমে ইচ্ছা করে টাকা পাঠানো হবে। একেবারে অচেনা কোনও নম্বর থেকে। এরপর সেই ব্যক্তি ফোন করে আপনাকে টাকা ফেরত দিতে অনুরোধ করবে। বলবে, 'ভুল করে আপনার নম্বরে পাঠানো হয়ে গিয়েছে। দয়া করে যদি টাকাটা ফেরত পাঠান।' সাধারণত এভাবে ৫০-১০০ টাকা পাঠানো হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/6আপনি ভালো মনে হয় তো সেই টাকা ফেরত পাঠিয়ে দিলেন। আর সেটা করতে গিয়েই পড়লেন ফাঁদে। ম্যালওয়্যার অ্যাটাকের শিকার হবেন আপনি। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
4/6Cyberlaws.net-এর প্রেসিডেন্ট, সাইবার বিশেষজ্ঞ পবন দুগ্গলের দাবি, যখনই এভাবে ব্যবহারকারী টাকা ফেরত দেবেন, তখনই কোনও ম্যালওয়্যার অ্যাপ ব্যবহার করে তাঁদের সম্পূর্ণ ডেটা এবং অন্যান্য KYC নথি যেমন PAN, Aadhaar ইত্যাদি প্রতারকের হাতে চলে আসতে পারে। এগুলিই যথেষ্ট। এগুলি কাজে লাগিয়েই তখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
5/6তাহলে উপায়? এমন ফোন আপনার কাছেও এলে কখনই সরাসরি টাকা ফেরত পাঠিয়ে দেবেন না। বরং ব্যাঙ্কের শাখায় গিয়ে জানান। ভুল করে টাকা চলে এলে সেটাই কিন্তু নিয়ম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
6/6বিঃ দ্রঃ- এই প্রতিবেদনের এক পূর্ববর্তী সংস্করণে একাধিক লেনদেন অ্যাপের নাম ত্রুটিবশত উল্লেখ করা হয়েছিল। সংশোধনের মাধ্যমে সেই নাম সরানো হয়েছে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা HT Bangla