ফ্রি'তে IPL দেখিয়ে গুড় খাচ্ছে Jio, পাঁকে পড়ে ‘এক দেশ, এক দাম’-র দাবি Airtel
Updated: 13 Apr 2023, 11:02 AM ISTটিভিতে থাকা কনটেন্ট অনলাইনে দেখানোর ক্ষেত্রে যেন 'এক পরিষেবা, এক মূল্যে'র নীতি জারি হয়, দাবি এয়ারটেলের। বিশেষজ্ঞদের মতে, জিও-র মতো বিনামূল্যে কনটেন্ট স্ট্রিমিং, আগ্রাসী নীতি, প্রতিযোগিতা-বিরোধী অফার বন্ধ করতেই এই আবেদন করেছে এয়ারটেল।
পরবর্তী ফটো গ্যালারি