আকাশ আম্বানি জানান, 'আমরা প্রতি মাসেই Jio 5G-র প্রসার বাড়ানোর লক্ষ্য অর্জনের পথে এগিয়ে চলেছি। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি শহর, প্রতিটি গ্রামে জিও পৌঁছে দেওয়ার লক্ষ্য স্থির করেছি আমরা। এটি বিশ্বের দ্রুততম 5G রোলআউট হতে চলেছে।'
1/5বিশ্বের সবচেয়ে দ্রুত হারে 5G পরিষেবার রোলআউট করবে রিলায়েন্স জিও। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের পোস্ট-বাজেট ওয়েবিনারে এমনটাই জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান আকাশ আম্বানি। ফাইল ছবি : রয়টার্স (Bloomberg)
2/5Jio ভারতে এখনও পর্যন্ত ২৭৭টি শহরে 5G পরিষেবা চালু করেছে। 700 Mhz এর পাশাপাশি 3500Mhz ব্যান্ডেও ৪০ হাজারেরও বেশি সাইটে এবং আড়াই লক্ষ সেলের বৃহত্তম সেট আপ সাজিয়ে ফেলেছে সংস্থা। ফাইল ছবি : টুইটার (Bloomberg)
3/5এই বিষয়ে আকাশ আম্বানি জানান, 'আমরা প্রতি মাসেই Jio 5G-র প্রসার বাড়ানোর লক্ষ্য অর্জনের পথে এগিয়ে চলেছি। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি শহর, প্রতিটি গ্রামে জিও পৌঁছে দেওয়ার লক্ষ্য স্থির করেছি আমরা। এটি বিশ্বের দ্রুততম 5G রোলআউট হতে চলেছে।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (Bloomberg)
4/5ভারতের অর্থনীতিতে 5G-র প্রভাব অপরিসীম হতে চলেছে, জানালেন আকাশ আম্বানি। তিনি বলেন, 5G-র মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, কৃষি পরিষেবা, দুর্যোগ নিয়ন্ত্রণ এবং স্মার্ট সিটি গড়ে তোলার প্রক্রিয়া আরও দ্রুতগামী হবে। ছবি: এএনআই (Bloomberg)
5/5কলকাতাতেও Jio 5G অনেক স্থানেই শুরু হয়ে গিয়েছে। আপাতত নেটওয়ার্ক প্রাথমিক পর্যায়ে চলছে। আর সেই কারণেই গতির তারতম্য হচ্ছে। তবে সম্পূর্ণ বাণিজ্যিক মোডে চালু হওয়ার সময়ে এটি স্থিতিশীল হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ফাইল ছবি: এএনআই (Bloomberg)