এক সাম্প্রতিক সমীক্ষা বলছে, প্রায় ৬৫% স্মার্টফোন ব... more
এক সাম্প্রতিক সমীক্ষা বলছে, প্রায় ৬৫% স্মার্টফোন ব্যবহারকারীই এই অভিজ্ঞতার সম্মুখীন হন। স্মার্টফোনের প্রতি আমজনতার আসক্তি যে কোন পর্যায়ে চলে গিয়েছে, তা বুঝতে এই সমীক্ষার ফলাফলটুকুই যথেষ্ট।
1/5ফোনেই সারাদিন কাটে। শুধু আমার-আপনার নয়। বিশ্বজুড়ে কোটি-কোটি মানুষ এখন কার্যত স্মার্টফোনের নেশায় বুঁদ হয়ে রয়েছেন। অবস্থা এমনই যে, স্মার্টফোনের ব্যাটারি কমে গেলে অনেকে মানসিক দুশ্চিন্তায় ভুগতে শুরু করে দেন। ফাইল ছবি: ফ্রিপিক (Freepik)
2/5এক সাম্প্রতিক সমীক্ষা বলছে, প্রায় ৬৫% স্মার্টফোন ব্যবহারকারীই এই অভিজ্ঞতার সম্মুখীন হন। স্মার্টফোনের প্রতি আমজনতার আসক্তি যে কোন পর্যায়ে চলে গিয়েছে, তা বুঝতে এই সমীক্ষার ফলাফলটুকুই যথেষ্ট। ফাইল ছবি: ফ্রিপিক (Freepik)
3/5সমীক্ষায় আরও বলা হয়েছে, প্রায় ৭২% ব্যবহারকারীই ২০% বা তার কম ব্যাটারি হলে 'অ্যাঙসাইটি' অনুভব করতে শুরু করেন। Oppo এবং কাউন্টারপয়েন্টের, NoMoPhobia শীর্ষক সমীক্ষায় এমনটাই উঠে এসেছে। ফাইল ছবি: ফ্রিপিক (Freepik)
4/5কিন্তু স্মার্টফোনের ব্যাটারি কমার সঙ্গে Anxiety হওয়ার সম্পর্ক কী? আসলে, ফোন বন্ধ হলেই সবাই সোশ্যাল মিডিয়া, বিনোদন থেকে শুরু করে অফিসের কাজ, পড়াশোনা, গুরুত্বপূর্ণ ফর্ম ফিলআপ, টিকিট বুকিং, ক্যাব বুকিং- কিছুই করতে পারবেন না। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস টেক। (Freepik)
5/5স্মার্টফোনের ব্যাটারি শেষের দিকে হলেই তাই ব্যবহারকারীদের মাথায় ভয় জাঁকিয়ে বসে। সমীক্ষায় অংশগ্রহণকারীদের প্রায় ৫০% জানিয়েছেন, অযথা টেনশন এড়াতে তাঁরা দিনে কখনও কখনও ২ বার করে ফোনে চার্জ দিয়ে রাখেন। ফাইল ছবি: ফ্রিপিক (Freepik)