ধামাকা প্ল্যান! দিনে ৩ টাকারও কমে BSNL সিম চালু রাখুন, ৩০০ দিন নিশ্চিন্ত
Updated: 04 Mar 2023, 10:02 PM ISTমার্চে প্রকাশিত 'টেলিকম টকে'র প্রতিবেদন অনুযায়ী, BSNL তার ৪টি প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়েছে। আসলে দাম না বাড়িয়ে মেয়াদ কমিয়েছে বলা ভাল। আগে ৭৯৭ টাকার প্ল্যানে গোটা ১ বছরের ভ্যালিডিটি দেওয়া হত। এখন সেটি কমিয়ে ৩০০ দিন করা হয়েছে। কিন্তু এরপরেও, বাজারের অন্য সংস্থাদের থেকে অনেকটাই এগিয়ে এই প্ল্যান।
পরবর্তী ফটো গ্যালারি