চলতি সপ্তাহের শুরুতে এক টুইটার ইঞ্জিনিয়ার এই দাবি তোলেন। তিনি অভিযোগ করেন, তাঁর অজান্তেই মাইক্রোফোন ব্যবহার করেছে হোয়াটসঅ্যাপ। তাঁর ঘুমনোর সময়েই অজান্তে সেই ভয়েস ট্র্যাক করা হয়েছে বলে দাবি তাঁর।
1/5WhatsApp কি ব্যবহারকারীদের অজান্তেই তাঁদের ডিভাইসের মাইক্রোফোনের মাধ্যমে আড়ি পাতছে? একাধিক অভিযোগের পর এর তদন্ত শুরুর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। ফাইল ছবি: পেক্সেলস (Pexels)
2/5চলতি সপ্তাহের শুরুতে এক টুইটার ইঞ্জিনিয়ার এই দাবি তোলেন। তিনি অভিযোগ করেন, তাঁর অজান্তেই মাইক্রোফোন ব্যবহার করেছে হোয়াটসঅ্যাপ। তাঁর ঘুমনোর সময়েই অজান্তে সেই ভয়েস ট্র্যাক করা হয়েছে বলে দাবি তাঁর। ফাইল ছবি: পেক্সেলস (Pexels)
3/5তিনি বলেন, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। প্রাইভেসি বিপন্ন হচ্ছে বলে দাবি করেন টুইটারের ওই ইঞ্জিনিয়ার। ফাইল ছবি: এএফপি (Pexels)
4/5কেন্দ্রীয় বিশেষজ্ঞরা জানিয়েছেন, খুব শীঘ্রই এই অভিযোগের সত্যতা যাচাই করা হবে। ইদানিং সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অ্যাপের প্রাইভেসি, সিকিউরিটির বিষয়ে কেন্দ্র বেশ কড়া পদক্ষেপ নিচ্ছে। ছবিটি প্রতীকী, সৌজন্য : রয়টার্স (Pexels)
5/5ইদানিং সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভিযোগ করেছেন, স্মার্টফোনের বিভিন্ন অ্যাপের মাধ্যমে আড়ি পাতা হয়। অনেকের দাবি, কোনও নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে বন্ধুদের সঙ্গে মুখে আলোচনা করেছেন। পরে দেখেন ঠিক সেই প্রোডাক্টেরই টার্গেটেড অ্যাড চলছে ফোনে। ফাইল ছবি: রয়টার্স (Pexels)