অনেকেই কম দামে কী প্ল্যান রয়েছে, তার খোঁজ করছেন। অনেকে ফোনে শুধুমাত্র নম্বর চালু রাখতে রিচার্জ করেন। আবার অনেকের অল্প ডেটাও প্রয়োজন। এমন পরিস্থিতিতে পকেটসই প্ল্যান চান তাঁরা। তাঁদের জন্যই হিন্দুস্তান টাইমস বাংলার এই গ্যালারি।
1/5মোবাইল রিচার্জের খরচ গত কয়েক বছরে বেশ কিছুটা বেড়েছে। ফলে অনেকেই কম দামে কী প্ল্যান রয়েছে, তার খোঁজ করছেন। অনেকে ফোনে শুধুমাত্র নম্বর চালু রাখতে রিচার্জ করেন। আবার অনেকের অল্প ডেটাও প্রয়োজন। এমন পরিস্থিতিতে পকেটসই প্ল্যান চান তাঁরা। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (Soumick/HT Bangla)
2/5তাঁদের জন্যই হিন্দুস্তান টাইমস বাংলার এই গ্যালারি। এতে বর্তমানে সবচেয়ে কম খরচের তিনটি রিচার্জের প্ল্যান পাবেন। রইল এয়ারটেল, ভি এবং Jio-র তিন সস্তার প্ল্যান। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) (Soumick/HT Bangla)
3/5Vi-এর ১২৯ টাকার প্ল্যান: ভোদাফোন আইডিয়ার এই প্ল্যানে আনলিমিটেড কলিং পাবেন। সেই সঙ্গে মোট ২০০ MB ইন্টারনেট ডেটা পাবেন। তবে এই প্ল্যানে SMS পাবেন না। Vi-এর এই প্ল্যানের মেয়াদ ১৮ দিনের। ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (Soumick/HT Bangla)
4/5Jio-র ৭৫ টাকার প্ল্যান: জিও-র এই প্ল্যানটি সবচেয়ে সস্তা। কিন্তু সেভাবে এর ভ্যালিডিটিও কম। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৩ দিন। মোট ২.৫ GB ডেটা পাবেন। এর মধ্যে এমনিতে দিনে ১০০ GB করে ডেটা পাবেন। আর সেই সঙ্গে বাড়তি হিসাবে ২০০ MB ডেটা পাচ্ছেন। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (Soumick/HT Bangla)
5/5Airtel-এর ১৫৫ টাকার প্ল্যান: এয়ারটেলের এই প্ল্যানটিই এই তালিকার সবচেয়ে দামি প্ল্যান। এই প্ল্যানের মেয়াদও অবশ্য তুলনামূলকভাবে বেশি। এয়ারটেলের ১৫৫ টাকার রিচার্জ করলে ২৪ দিনের ভ্যালিডিটি পাবেন। সেই সঙ্গে মোট ১ GB ডেটা পাবেন। ৩০০টি SMS । আনলিমিটেড কলের সুবিধা তো থাকছেই। ছবি : এয়ারটেল (Soumick/HT Bangla)