যেখানে-সেখানে ফোন চার্জ দেন? সতর্ক করলেন FBI-এর গোয়েন্দারা
Updated: 11 Apr 2023, 07:34 PM ISTপাবলিক চার্জারকে কার্যত 'হ্যাকারের স্বর্গ' বলে অভিহিত করছেন বিশেষজ্ঞরা। এই চার্জারকে কাজে লাগিয়েই লোকের ডিভাইসে ম্যালওয়্যার প্রবেশ করাচ্ছে প্রতারকরা। আর এভাবেই স্মার্টফোন ব্যবহারকারীর গোপন ডেটা, এমনকি টাকাও চুরি করা হতে পারে।
পরবর্তী ফটো গ্যালারি