গুগল জানিয়েছে, যদি কারও YouTube অ্যাকাউন্টে ইউটিউব আপলোড করা থাকে, সেক্ষেত্রে কোনও চিন্তা নেই। কারণ Google জানিয়েছে, আপনার ইউটিউবে ভিডিয়ো আপলোড করা আছে, এমন অ্যাকাউন্ট ইন-অ্যাকটিভ থাকলেও তা ডিলিট করা হবে না। ফাইল ছবি: পিক্সাবে
1/5 সম্প্রতি ২ বছর ধরে অব্যবহৃত অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার বিষয়ে জানিয়েছে Google। অর্থাত্, আপনার Gmail, গুগল Drive, YouTube অ্যাকাউন্ট, সবই উড়ে যাবে। তবে এই বিষয়ে এক নতুন তথ্য দিয়েছে গুগল। ফাইল ছবি : রয়টার্স (Pixabay)
2/5গুগল জানিয়েছে, যদি কারও YouTube অ্যাকাউন্টে ইউটিউব আপলোড করা থাকে, সেক্ষেত্রে কোনও চিন্তা নেই। কারণ Google জানিয়েছে, আপনার ইউটিউবে ভিডিয়ো আপলোড করা আছে, এমন অ্যাকাউন্ট ইন-অ্যাকটিভ থাকলেও তা ডিলিট করা হবে না। ফাইল ছবি: পিক্সাবে (Pixabay)
3/5চলতি বছর ডিসেম্বর থেকে এই জাতীয় অব্যবহৃত অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হবে। এর ফলে আপনার Gmail, গুগল ওয়ার্কস্পেস, গুগল ড্রাইভ, গুগল মিট, ক্যালেন্ডার এমনকি ইউটিউব ও গুগল ফটোজও ডিলিট হয়ে যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay) (Pixabay)
4/5এটি শুধুমাত্র ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টের ক্ষেত্রেই প্রযোজ্য। কোনও সংস্থা, স্কুল বা ব্যবসায়িক অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ছবি : পিক্সাবে (Pixabay)
5/5সাইবার সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে গুগল। এর আগেও অব্যবহৃত অ্যাকাউন্ট ডিলিট করার বিষয়ে জানিয়েছিল সংস্থা। ফাইল ছবি: রয়টার্স (Pixabay)