এক ব্লগ পোস্টে বার্ডের শুরু হওয়ার বিষয়ে জানিয়েছে G... more
এক ব্লগ পোস্টে বার্ডের শুরু হওয়ার বিষয়ে জানিয়েছে Google। সংস্থা জানিয়েছে, আমরা বার্ডকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। তাঁরা যাতে এটি ব্যবহার করে দেখতে পারেন এবং তাঁদের প্রতিক্রিয়া শেয়ার করতে পারেন, সেটাই চাই। সেই কারণেই আজ আমরা ওয়েটিং লিস্ট সরিয়ে দিচ্ছি।
1/5Google-এর চ্যাটবট Bard এখন ১৮০টিরও বেশি দেশে। অ্যাক্সেসের ওয়েটিং লিস্ট বন্ধ করেছে গুগল। ChatGPT-র প্রতিদ্বন্দী হিসাবে এই চ্যাটবট বাজারে এনেছে গুগল। ফাইল ছবি: গুগল (Google)
2/5এক ব্লগ পোস্টে বার্ডের শুরু হওয়ার বিষয়ে জানিয়েছে Google। সংস্থা জানিয়েছে, আমরা বার্ডকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। তাঁরা যাতে এটি ব্যবহার করে দেখতে পারেন এবং তাঁদের প্রতিক্রিয়া শেয়ার করতে পারেন, সেটাই চাই। সেই কারণেই আজ আমরা ওয়েটিং লিস্ট সরিয়ে দিচ্ছি। ১৮০টিরও বেশি দেশ ও অঞ্চলে বার্ড শুরু হয়ে যাচ্ছে। ফাইল ছবি: এএফপি (Google)
3/5গুগল জানিয়েছে, শুধু ইংরাজি নয়। বার্ড জাপানি এবং কোরিয়ান ভাষাতেও ব্যবহার করা যাবে। সংস্থা শীঘ্রই আরও ৪০টি ভাষার সাপোর্ট যোগ করার বিষয়ে প্রস্তুতি নিচ্ছে। ফাইল ছবি: এএফপি (Google)
4/5Bard গুগলের লেটেস্ট লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM), PaLM 2 দ্বারা চালিত। PaLM2 ল্যাঙ্গুয়েজ মডেলে স্যুইচ করার ফলে আগের তুলনায় আরও নির্ভুল কোডিং, গণিত সমাধান এবং যুক্তিগত দক্ষতা থাকছে নতুন বার্ডে। ফাইল ছবি: এএফপি (Google)
5/5বার্ডের অফিসিয়াল ওয়েবসাইট, https://bard.google.com থেকেই বার্ড অ্যাকসেস করতে পারবেন। পেজের নিচে ডানদিকের কোনে 'Try me' অপশনে ক্লিক করুন। ফাইল ছবি: ব্লুমবার্গ (Google)