হুবহু একই লোগো, ইমেল অ্যাড্রেস। লেখার ধাঁচই একই। বলা হচ্ছে, 'এই লিঙ্কে ক্লিক করে আপনার KYC আপডেট করুন।' এদিকে লিঙ্কে ক্লিক করে ভুয়ো সাইটে গিয়ে সমস্ত গোপন তথ্যাদি দিয়ে দিলেন। ক্রমেই এমন ঘটনা বাড়ছে। আর সেই কারণেই অবশেষে নতুন পদক্ষেপ নিল গুগল। এবার থেকে গুরুত্বপূর্ণ ইমেলের ভেরিফিকেশন করা থাকবে।
1/6ব্যাঙ্কের নাম লেখা ইমেল। হুবহু একই লোগো, ইমেল অ্যাড্রেস। লেখার ধাঁচই একই। বলা হচ্ছে, 'এই লিঙ্কে ক্লিক করে আপনার KYC আপডেট করুন।' এদিকে লিঙ্কে ক্লিক করে ভুয়ো সাইটে গিয়ে সমস্ত গোপন তথ্যাদি দিয়ে দিলেন। টেরও পেলেন না যে সেটি একটি প্রতারকের বানানো ভুয়ো ওয়েবসাইট। ফাইল ছবি: জিমেল (Google)
2/6ক্রমেই এমন ঘটনা বাড়ছে। আর সেই কারণেই অবশেষে নতুন পদক্ষেপ নিল গুগল। এবার থেকে গুরুত্বপূর্ণ ইমেলের ভেরিফিকেশন করা থাকবে। ছবি : গুগল (Google)
3/6ঠিক যেভাবে সোশ্যাল মিডিয়া, ইউটিউবে আসল অ্যাকাউন্টের ভেরিফিকেশন করা হয়। আর সেভাবেই নামের পাশে একটি ব্লু টিক চিহ্ন থাকবে। সেটি দেখলেই বুঝতে পারবেন ইমেলটি আদৌ সঠিক স্থান থেকে এসেছে কিনা। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস টেক (Google)
4/6Gmail ব্যবহারকারীদের জন্য 'চেকমার্ক আইকন' চালু করেছে গুগল। এর মাধ্যমে সহজেই সঠিক ও ভুয়ো মেসেজের মধ্যে পার্থক্য করতে পারবেন মেল প্রাপকরা। ছবি : লাইভ হিন্দুস্তান (Google)
5/6গুগল বুধবার একটি অফিসিয়াল ব্লগ পোস্টে এই ফিচারের বিষয়ে জানিয়েছে। স্প্যাম সনাক্ত করতে এবং তা বন্ধ করতে সহায়তা করবে এই নয়া ফিচার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিক্সাবে) (Google)
6/6গুগল বুধবার থেকেই তাদের এই চেকমার্কের রোল আউট শুরু করেছে। এই ফিচার সম্পূর্ণরূপে ভিজিবল হতে তিন দিন পর্যন্ত সময় লাগতে পারে। ওয়ার্কস্পেস, জি স্যুট বেসিক এবং বিজনেস ব্যবহারকারীদের পাশাপাশি পার্সোনাল Google অ্যাকাউন্টেও পাওয়া যাবে। ফাইল ছবি: গুগল (Google)