চলতি বছর ডিসেম্বর থেকে এই জাতীয় অব্যবহৃত অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হবে। এর ফলে আপনার Gmail, গুগল ওয়ার্কস্পেস, গুগল ড্রাইভ, গুগল মিট, ক্যালেন্ডার এমনকি ইউটিউব ও গুগল ফটোজও ডিলিট হয়ে যাবে।
1/5এখন প্রায় সকলেরই Google অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্ট যদি টানা ২ বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, তবে তা ডিলিট করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল। ইতিমধ্যেই এর সময়সীমা ঘোষণা করা হয়েছে। ছবি : গুগল (Reuters)
2/5চলতি বছর ডিসেম্বর থেকে এই জাতীয় অব্যবহৃত অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হবে। এর ফলে আপনার Gmail, গুগল ওয়ার্কস্পেস, গুগল ড্রাইভ, গুগল মিট, ক্যালেন্ডার এমনকি ইউটিউব ও গুগল ফটোজও ডিলিট হয়ে যাবে। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
3/5এটি শুধুমাত্র ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টের ক্ষেত্রেই প্রযোজ্য। কোনও সংস্থা, স্কুল বা ব্যবসায়িক অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু এমনটা করার কারণ কী? (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay) (Reuters)
4/5মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে গুগল জানিয়েছে, হ্যাকিংয়ের মতো সিকিউরিটি থ্রেট দূরীকরণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেও অবশ্য গুগল এই জাতীয় একটি সিদ্ধান্ত নিয়েছিল। ছবি : লাইভ হিন্দুস্তান (Reuters)
5/5২০২০ সালে গুগল জানিয়েছিল, ইনঅ্যাকটিভ অ্যাকাউন্টে থাকা সমস্ত কনটেন্ট ডিলিট করে দেওয়া হবে। তবে সেবার সরাসরি অ্যাকাউন্টটিই ডিলিট করার মতো পদক্ষেপের কথা বলা হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)