ডেটা লঙ্ঘনের বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন HDFC ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, 'আমরা এটা স্পষ্টভাবে জানাতে চাই যে, HDFC ব্যাঙ্কের কোনও ডেটা ফাঁস হয়নি। আমাদের সিস্টেমে কোনও অসাধু উপায়ে ব্রিচ বা অ্যাক্সেস করা হয়নি।
2/5এমনকি সেই ডেটা ডাউনলোড করার জন্য কোনও টাকা দেওয়ারও প্রয়োজন নেই। বিনামূল্যেই অন্ধকার বাজারে ছড়িয়ে পড়েছে ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ ডেটা। সেই ডেটা পোস্টও করেছেন বলে দাবি করেন তিনি। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা
3/5টাইমস নাও-এর প্রতিবেদন অনুযায়ী, এই ডেটা লঙ্ঘনের বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন HDFC ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, 'আমরা এটা স্পষ্টভাবে জানাতে চাই যে, HDFC ব্যাঙ্কের কোনও ডেটা ফাঁস হয়নি। আমাদের সিস্টেমে কোনও অসাধু উপায়ে ব্রিচ বা অ্যাক্সেস করা হয়নি।' ফাইল ছবি : রয়টার্স
4/5একই সঙ্গে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে, 'আমরা আমাদের সিস্টেমের নিরাপত্তার প্রতি বিশ্বাসী। তবে আমরা আমাদের গ্রাহকদের ডেটা সুরক্ষার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করি। ডেটা নিরাপত্তা এবং সুরক্ষার মান যাতে সর্বোচ্চ থাকে, তা নিশ্চিত করতে আমরা ব্যাঙ্ক সিস্টেম এবং ইকোসিস্টেমের উপর লাগাতার নজরদারি জারি রাখব।' ফাইল ছবি: পিটিআই
5/5HDFC ব্যাঙ্ক ১৮৯৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দফতর মুম্বইতে। ৩০ জুন ২০২২ পর্যন্ত, HDFC ব্যাঙ্কের নেটওয়ার্কে ৩,২০৩টি শহরের মোট ৬,৩৭৮টি শাখা রয়েছে। সম্পদের দিক থেকে এটি ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এবং ২০২১ সালের এপ্রিলের হিসাব অনুযায়ী বাজার মূলধনের ভিত্তিতে বিশ্বের দশম বৃহত্তম ব্যাঙ্ক। ফাইল ছবি: রয়টার্স