নতুন ফেসলিফ্ট মডেলটিতে একেবারে হোন্ডার আধুনিক ডিজা... more
নতুন ফেসলিফ্ট মডেলটিতে একেবারে হোন্ডার আধুনিক ডিজাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। যদি সামনের গ্রিলটি দেখেন, দেখা যাবে কালো জালের উপর ক্রোমের লম্বা একটি পট্টি। তার উপর বড় করো হোন্ডার লোগো। ক্রোমের পট্টির দুই পাশ ঢুকে গিয়েছে হেডলাইটে।
1/5ইন্দোনেশিয়ার বাজারে নতুন Brio 2023 চালু করল Honda। জনপ্রিয় হ্যাচব্যাক গাড়ির ফেসলিফ্ট ভার্সান আসছে বাজারে। ভারতে এক সময়ে অল্টো, ওয়াগনআর, i10-এর সেগমেন্টে Brio-কে অন্যতম প্রতিদ্বন্দী মনে করা হতো। কিন্তু সময়ের সঙ্গে ব্রায়ো প্রতিযোগিতায় টিকে থাকতে পারেনি। ফাইল ছবি: হোন্ডা (Honda)
2/5ব্রায়োর ফেসলিফ্ট মডেলের বেস ট্রিমের দাম যদিও ইন্দোনেশিয়ায় অনেকটাই। বেস ট্রিমের দাম সেদেশে আনুমানিক ৯.২৪ লক্ষ টাকা। টপ ভেরিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় ১৩.৫৯ লক্ষ টাকা। ফাইল ছবি: হোন্ডা (Honda)
3/5নতুন ফেসলিফ্ট মডেলটিতে একেবারে হোন্ডার আধুনিক ডিজাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। যদি সামনের গ্রিলটি দেখেন, দেখা যাবে কালো জালের উপর ক্রোমের লম্বা একটি পট্টি। তার উপর বড় করো হোন্ডার লোগো। ক্রোমের পট্টির দুই পাশ ঢুকে গিয়েছে হেডলাইটে। ঠিক এই একই ডিজাইন ল্যাঙ্গুয়েজ রয়েছে হোন্ডার এখনকার প্রায় সব মডেলেই। ফাইল ছবি: হোন্ডা (Honda)
4/5ভারতের বাজারে এই মডেল আসার বিষয়ে এখনও দিনক্ষণ ঘোষিত হয়নি। তবে বাজারে এলে এটি Baleno, i20-র সঙ্গে প্রতিযোগিতা করতে পারে বলে মনে করা হচ্ছে। ফাইল ছবি: হোন্ডা (Honda)
5/5ইন্দোনেশিয়ার বাজারে এটি ২টি ট্রিম এবং ৫টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। সমস্ত ভেরিয়েন্টেই ম্যানুয়াল এবং CVT ট্রান্সমিশন অপশন দেওয়া হচ্ছে। ১.২-লিটার 4-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন দেওয়া হচ্ছে। ফাইল ছবি: হোন্ডা (Honda)