Infinix Smart 7 Launched In India: ভারতে নতুন ফোন ... more
Infinix Smart 7 Launched In India: ভারতে নতুন ফোন আনল Infinix। দুর্দান্ত ব্যাটারি-সহ Smart 7 স্মার্টফোন লঞ্চ হল বাজারে। দেখে নিন স্পেসিফিকেশন।
1/5ভারতে নতুন স্মার্টফোন Infinix Smart 7 লঞ্চ করল Infinix । বাজেট স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে তাই এই ফোনটি নজরে রাখতে পারেন। ছবি: ইনফিনিক্স (Infinix)
2/5Infinix Smart 7-এর USP নিঃসন্দেহে তার ব্যাটারি। এই স্মার্টফোনে 6000 mAh ব্যাটারি রয়েছে। খাতায় কলমে এই ব্যাটারি একবার চার্জ দিলে সাধারণ ব্যবহারে একদিনেরও বেশি চলে যাবে। ছবি: ইনফিনিক্স (Infinix)
3/5স্মার্টফোনটিতে 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ পাবেন। এখনকার দিনে সকলে সাধারণত আরও একটু বেশি স্টোরেজ চান। তবে সেক্ষেত্রে আপনাকে ক্লাউডের মাধ্যমে ম্যানেজ করতে হবে। তবে খুব বেশি ছবি-ভিডিয়ো না রাখলে সমস্যা হওয়ার কথা নয়। ছবি: ইনফিনিক্স (Infinix)
4/5ইনফিনিক্সের এই নয়া স্মার্টফোনের দাম ভারতে ৭,২৯৯ টাকা। অর্থাত্, একেবারে কম বাজেটের স্মার্টফোন ক্রেতাদের টার্গেট করেই এই ফোন আনা হয়েছে। দামের হিসাবে স্পেসিফিকেশন মন্দ নয়। তবে দুর্দান্ত পারফরম্যান্স, ভারি গেমিং, অত্যন্ত ভাল ছবি আশা না করাই ভাল। সাধারণ ব্যবহারকারীর পক্ষে যথেষ্ট। ছবি: ইনফিনিক্স (Infinix)
5/5আজুর ব্লু, আমব্রেলা গ্রিন এবং নাইট ব্ল্যাক নামের তিনটি আকর্ষণীয় রঙে পাবেন। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ই-কমার্স ওয়েবসাইট Flipkart-এ বিক্রি শুরু হবে এই স্মার্টফোনের। ছবি: ইনফিনিক্স (Infinix)